রাস্তায় হাটতে হাটতে গু এর মধ্যে কখন যে পা পড়ে গেল হিমু বুজতে পারে নাই , কিছু দূর যাওয়ার পর নাকে গন্ধ পেল ..ঢাকা শহরে থাকা যাবে না আর , সে চলে যেতে চায় শব্দহীন জোসনার খোজে বংশী নদীর পারে .কিন্তু গ্রামে আইলে আইলে তো আরো খারাপ অবস্থা , এই গুলা চিন্তা করতে করতে তার মোবাইলে বেজে উটলো রিং
কে এই অসময়ে ফোন করে ..
রুপা এর ফোন ধরে ..
তাদের কথার বিসয় আজ তারা বুয়েটের কমার্স ডিপার্টমেন্ট এর হেডসার এর সাথে দেখা করবে , রুপা এর ভাই ছোট মির্জা ওই খানের ছাত্র , হিমুর না করার উপায় নাই ..ফোনের লাইন কেটে সে রুপা সুন্দরী এর কথা ভাবে , তার পরিবারের সবাই ওই খান থেকে পাশ করছে ..তার নানা ভাই ,মামা ,চাচা আর আরজুপনি আন্টি ওই ডিপার্টমেন্ট এর ছিল . আর তার বর অনন্ত জলিল গানা থেকে এসে এই ডিপার্টমেন্ট এর মাস্টার ,এই দিকে গুলিস্থানে দেশের জেমস বন্ড নামে খেত সাব্বির০০৭ ,.....এর সাথে দেখা করবে । তাদের প্রচেষ্টায় চোর দের হাটে হাড়ি ভাংছে দেশ প্রেমিক আজম .
বেলা ১২ টায় নীল খেতে লেখাজোকা শামিম ভাই এর সাথে দেখা
কি লেখক সাহেব কেমন আছেন ?
আরে হিমু যে ..এইত আছি ভালো
হমম , ভালো থাকলে কিছু নগত টাকা দেন তো ..এই ৭০০ এর মত
শামিম ভাই মনে মনে বলে গেল গচ্চা ৭০০ ..কার যে মুখ দেখে উঠেছি সকালে ..টাকা দেয়া তো বেপার না , কিন্তু এই হিমু কে তো বছরে একবার দেখা ভার
তবে কথা হলো এই ছেলে লালপানি খায় না ..
টাকা নিয়ে হিমু চলে যায় ঠকচাচা এর দোকানে , সেখানে শিক কাবাব এর বিল বাকি আছে ৪২০ টাকা এর মত , আর বাকি টাকা সে মনাপাগলা কে দিবে , সে নাকি নিয়ত করছিল খাজা বাবা এর রাজদরবারে কিছু টাকা দিবে , কিন্তু তার হাতে টাকা না থাকায় এলাকার মাতব্বর আর জন দরদী হিমু ভাই কে ধরছে
বিকাল ৩ টায় বুয়েটের কমার্স ডিপার্টমেন্ট এ হিমু আর রুপা..ভিতরে সরা সরি ঢুকে গেল রুপা ,কারণ তার জামাই অনন্ত জলিল মেন সিস্টারে গেছে ডাবিড এর সাথে দেখা করতে , তাদের দেখে পন্ডিত মসাই অনেক খুসি হলেন ..আরে সাথে যে হিমু
কি খবর তোমাদের
এই দিকে পিয়ন চিকন আলী কে চানাচুর , সিঙ্গারা আর টি এস সি থেকে চিরতার রস আনতে বললেন , তিনি ওই জিনিস বিকালে না খেলে তার টয়লেট ক্লিয়ার হয় না ,রাতে ঘুম হয় না , পেইন কিলার খেতে হয়
অনেকক্ষণ কথার পর হিমু কে চুপ থাকতে দেখে তিনি বললেন কি দেশের কোনো খবর রাখো
এইবার হিমুর মুখ ছুটছে....
খবর
1. দিল্লাকা লাড্ডুকা না খেয়ে দিল্লি থেকে এসে হায় হায় করছে সপ্তর্ষি রাজ কন্য৷ এর মধ্যে কেয়েক বার মূর্ছা যাওয়ার কারণে এলাকার কবিরাজ মুর্দা ফকির এর দেয়া পড়া পানি খাচ্ছেন
২.সিলেটি জামান লন্ডন থেকে সোনার বিস্কুট আনার সময়ে ধরা পড়ছে..পরে জানা যায় বেপারটা শুধুই গুজব।কে এই পুংটা কাজ করছে তার জন্য তদন্ত কমিটি হবে
3. রুপার মেয়ে লীলাবতী সারা দিন টিনটিন দেখে চোখে ঝাপসা দেখতেছে ...ডাক্তার এর কাছে নিয়ে যাওয়ার পর তিনি বলেন এই যুগের ছেলে মেয়ে তো দেখবেই ..আচ্ছা মা তুমি কি টিনটিন এর রাঘব বোয়াল সিরিজি দেখেছ ..ওই টা দেখো ..ওই খানে ডিটেকটিভ সাহেব অনেক উত্তম মধ্যম খায়
৪.সার্ভার বি জি কেন এই নিয়ে আন্দোলনের ডাক দিয়েছে সিষ্টেম ইন্জিনিয়ার দের গ্রুপ .এর জন্য সরকার কে কারণ জানা তে বলেছে .. না হলে তারা বড় কর্ম সূচী দিবে বলে দিয়েছে , আর কেন কেচাল কে অবৈধ ঘোষণা করা হবে না এই মর্মে রিট দিয়েছেন বিচারপতি মাহমুদুল হাসান কায়রো এবং বিচারপতি হাসান মাহবুব এর বেঞ্চ..এই দিকে বিরোধী দল এই রিট কে প্রত্যাখান করে..
আরো খবর আসতেছে কিসুক্ষণের মধ্যে
বিরতির পর
১.নেটো এর রসদ সরবরাহের পথ বন্ধ হয়ে যাওয়া রোমান সৈনিক রা *কুনোব্যাঙ* ভাজি খাওয়া শুরু করছে , এই দিকে বি বি সি এর সাংবাদিক অন্তন্ত ডাবিদ বলেছেন গানা তে বেঙের সুপের বেবসা করে তিনি তার ভাগ্য পরিবর্তন করেছেন .
২.দেশের বিশিষ্ট চোর চরোন্জিত কে জাতীয় চোর উপাধি দেয়া হয়েছে ..এক গণ সংবর্ধনায় তিনি বলে --আমি আপনাদের কাছে কৃতজ্ঞ
3. এই দিকে গরমের অত্যাচারে load shedding বাড়াতে সাদা মনের মানুষ দের কালো হবার জন্য সরকারকে দায়ী করলেন জনৈক নাগরিক ..তিনি বলেন ফাটা বাশ নিয়ে সকল নেতাদের পিটানো উচিত
৪।হাসি নামক মেয়েটা দিন দিন দেশের সীমানা ছাড়িয়ে বিশ্ব দরবারে দেশ কে অনেক কিছু এনে দিয়েছেন
৫.আর জাতির মনে প্রশ্ন জেগেছে পারভেজ আলম কি গুমরাজ এর কবলে পড়েছেন কিনা ? অনেক দিন তার কোনো খবর না থাকায় জন জীবন চাঞ্চল্য ফিরে পাচ্ছে না ..তাকে খুঁজে বের করতে পারলে ৫০ ডলার নগদে পুরস্কার ঘোষণা ...সর্বশেষ সংবাদে বলা হয় তার দেয়া চানাচুর আর মুড়ি খেয়ে কারো পাতলা বা কষা হয় নাই .আর সবচেয়ে মজার বেপার হলো তার এই চানাচুর বেবসা নিয়ে ঈদের ছবি বানায়ে অস্কার পেলেন মনুমনু
পরিশেষে বলব আমার বল্গার দের নিক দিয়ে পর্ব শেষ ...আরো মনে আঘাত দেয়ার জন্য এই গুলা করা হয় নাই , শুধু সব ব্লগার কে একই প্লাট ফর্মে আনার জন্য ক্ষুদ্র চেষ্টা .আর যাদের নাম আসে নাই তাদের কাছে আমি দুক্ষিত ..ভবিসতে নতুন কিছু করলে তাদের কে সুযোগ দেয়া হবে ..আর যারা পর্ব গুলা পড়েছেন আর মজা নিয়েছেন তাদের কাছে কৃতজ্ঞ
সর্বশেষ এডিট : ০৬ ই অক্টোবর, ২০১২ দুপুর ১:২৫