জানি কেউ কমেন্ট করবে না , নির্বাচিত হবে না এই লেখা ,....কারণ এই লেখায় কোনো আনন্দ নাই , নাই কোনো কেচাল এর সুযোগ
সকালে অফিসে যেয়ে দেখি কেউ আসে নাই ,আমি প্রথম বেক্তি , যাই হোক কামাল ভাই পত্রিকা এনে দিলেন টেবিলে ..প্রথম পাতায় দেখতেই মেজাজ গেল গরম হয়ে ...কারণ প্রথম পাতার প্রথম কলামে যৌতুকের কারণের গৃহ বধুর অত্তহত্তা শিরোনাম ..
শুধু ভাবলাম কেন ? এই কেনর মানে কেন আমি পারি নাই ,কেন আমরা আজ পারি নাই এই অভিশাপ থেকে মুক্তি পেতে , শত শত না ,হাজার হাজার না , লাখ লাখ পরিবার মুখ বুজে সজ্য করে ? কেন করে ? কেন পারি নাই কিছু নরাধম কে শাস্তি দিতে ?
কেন পারি নাই আজ এই সমস্যার সমাধান করতে ?
অনেক পরিবার শুধু মেয়ে জন্মের পর এই মানসিক অশান্তি তে ভুগে , কি ভাবে এই মেয়ে কে পার করব । একটা ঘটনা বলি বাস্তব :আমার এক বন্ধুর বাবার কাছে একজন ঘটক আসে কোনো এক মেয়ের বেপারে , বলল তারা ২০ লাখ টাকা দিবে , শুধু তার পস্তাবের মেয়ে কে বিয়ে করতে হবে ,
আমার বন্ধুর বাবা সরাসরি বলেছিল ..আমি কি ছেলে কে দিয়ে বেবসা করব , তিনি তাকে অপমান করে অফিস থেকে বের করেন . বন্ধু আমাকে এই ঘটনা বলার পর ..আমার প্রশ্ন আচ্ছা মেয়ের সমস্যা কি ? কেন ওরা এত টাকা দিতে চায় ?
বন্ধু বলল মেয়ে একটু খাটো (প্রসঙ্গত বন্ধু ৬.১ ফিট ), আর ওদের অনেক টাকা আছে তাই ? আমি বললাম তা হলে কেন রিক্সা অলার কাছে যায় না ..টাকা দিয়ে বিয়ে দিবে ..বলল ওই মেয়ে মেট্রিক পাশ ...আমি চিন্তা করেছিলাম এরাই সেই মানুষ যারা এই সমাজে এই যৌতুক প্রথা কে উপহার হিসেবে চালায়ে দেয় আর অন্য লোকেরা তা দেখে শিখে . এখন সর্ণের দাম ৬০/৬৫ হাজার ভরি (আমার ভুল হতে পারে ). ৫-১০ ভরি যদি মেয়ের বাপেরা দিতে যায় তাতে ২ নাম্বারী করা জায়েজ হয়ে যাবে সেই পিতার জন্য ..তার পর লোক দেখানো অনুষ্ঠান ..কত শত নাম তার বউ ভাত , হেন তেন ...কিন্তু যার টাকা যায় সেই বুঝে কোথা থেকে সেই টাকা আসে .!!
আমাদের সমাজে যৌতুক প্রথা আজ অভিশাপ ...এর আগুনে পুড়ে পুড়ে কত বোন আত্ম হত্যা করে তার হিসাব নাই , কয় টা পত্রিকায় আসে ...
আর আত্ম হনন দেখতে চাই না ...চাই মুক্তি ...কিন্তু কিভাবে ?
আমাদের বোনদের উচিত সুশিক্ষায় শিক্ষিত হওয়া , কেউ যদি যৌতুক চায় বলে দিবেন তর নিকুচি করি .পারলে জুতা পেটা করবেন , আর কারো সাথে প্রেম করলে জেনে নিন ..সে কি চায় ...টাকা ..নাকি আপনাকে ?
আর উপহারের নাম করে এই প্রথার প্রসার বন্ধ করতে হবে ...কেউ কেউ ডকু বানান , শট ফ্লিম বানান ..প্রচার করেন কিভাবে এই প্রথা বন্ধ করা যায় ...
পরিশেষে বলব ---আমি লজ্জিত ..এই লজ্জা আর কারো না , এই লজ্জা আমার ..আমাকে মাফ করবেন ..আমি কেন পারি নাই ....আর আমি র সমষ্টি আমরা ..
জানি কেউ কমেন্ট করবে না , নির্বাচিত হবে না এই লেখা ,....কারণ এই লেখায় কোনো আনন্দ নাই , নাই কোনো কেচাল এর সুযোগ
সর্বশেষ এডিট : ০২ রা অক্টোবর, ২০১২ রাত ১১:১৮