প্রথম পর্ব
চারপাশে স্বাধীনতার বার্তা শুনা যাচ্ছে , এ যেন মনে করে দেয় ১৯৭১ এর কথা , কিন্তু চরম উত্তেজনায় সাধারণ ব্লগার শিক কাবাব হয়ে গেছে .উত্তেচ্জনা কমাতে নোটিশ বোর্ড এ যুদ্ধ বন্ধের আহবান করা হয়েছে এবং সাথে সাথে বলা হয়েছে বি পজেটিভ ।
তার পর ও অনেকে প্রশাসনের দারস্ত হতে চান .এই প্রেক্ষিতে ব্লগের সর্বশেষ আবহাওয়ার সংবাদ পরিবেসন করছি .অনেকের কাছে টকঝালমিষ্টি এর মত লাগতে পারে
১. খাজা বাবা এর রাজদরবারে জীবন যুদ্ধে পরাজিত রাফি মলম কিনতে বের্থ হয়ে একাকী বালকের মত বংশী নদীর পাড়ে বসে আছেন
২.বাংলাদেশি পোলা আর ঢাকাইয়া পোলা দের আহবানে বিশ্ব নাতি সম্মেলন সম্পন্ন ,সেখানে জাতির নানা , জাতির নানী , জাতির নাতি সহ অনেকের মিলন মেলায় ভালোভাবে সম্মেলন সম্পন্ন হয় .নানা ভাই রা ছোটদের অনেক নগত টাকা উপহার দিয়েছেন
৩.প্রেমিকার জন্য কাশ্মিরী ফুল আনতে মাক্স এর বিদেশ যাত্রা
৪. রোমান্টিক পাভেল এর উপস্থাপনায় চেনা মুখ, অচেনা ছায়া এখন থেকে প্রতি শুক্রবার দেখনো হবে ..যারা অংসগ্রহণ করতে চান সরাসরি চলে আসুন টি এস সি তে
৫.সরদার বাড়ীর সরদার আর ভোলা বাবা এর মধ্যে দিপাক্খীয় চুক্তি সাক্ষরিত হলো , চুক্তির শর্ত অনুযায়ী বাবা সর্দারজিকে ফ্রী তে শিংগারা খাওয়াবে
প্রথম পর্ব
অনেকের নাম আগের পর্বে আসছিল তাই আর দেয়া হয় নাই
সর্বশেষ এডিট : ২৮ শে সেপ্টেম্বর, ২০১২ রাত ৮:৪৫