শেষ পর্যন্ত নোবেল শান্তি পুরষ্কার পেয়েছেন Tunisian National Dialogue Quartet নামক একটি সংগঠন । এই সংগঠনটির বাংলা অনুবাদ করলে দাড়ায় " চার জোট তিউনিসিয়ার জাতীয় সংলাপ" । এখানে Quartet এর বাংলা আভিধানিক অর্থ হচ্ছে "চৌপদী" । কিন্তু চৌপদী বলতে আসলে সমাজের চারটি বৃহৎ সামাজিক সংগঠন নিয়ে গঠিত জাতীয় সংলাপের উদ্যাগকে বোঝানো হচ্ছে । এই বৃহৎ জাতীয় সংলাপের উদ্যক্তা মুলত তিউনিসিয়ার নিম্নোক্ত সগঠনগুলোঃ
১। UGTT নামক তিউনিসিয়ান সাধারন শ্রমিক ইউনিয়ন (Tunisian General Labour Union)
২। Tunisian Confederation of Industry, Trade and Handicrafts (UTICA) বা তিউনিশিয়ার শিল্প,বানিজ্য ও হস্তশিল্প এই তিনটি সংগঠননিয়ে গঠিত একটি ফেডারেশন
৩। Tunisian Human Rights League (LTDH) বা তিউনিসিয়ার হিউম্যান রাইট লীগ
৪। Tunisian Order of Lawyers বা তিউনিসিয়ার আইনজীবীগণ
২০১৩ সালে স্বৈরশাসক জাইন আল আবেদিন বিন আলীর বিরুদ্ধে আরব বসন্ত নামক বিপ্লবের প্রভাবে বিশাল গন বিক্ষোভ হয় । এই বিক্ষভের পর অনুষ্ঠিত নির্বাচনে ইসলামিক পার্টি Ennahda ও তার জোট বিপুল ভোটে বিজয়ী হয় । এই ইসলামিক পার্টি Ennahda ও তার জোট যখন বিজয়ী হয়ে সংসদে ইসলাম ধর্মকে রাষ্ট্র ধর্ম ঘোষণা করে এবং তার পক্ষে নানাবিধ আইন করে সংবিধান সংশোধনের উদ্যেগ নেয় । তখন বিরোধী দল সংসদ থেকে ওয়াকঅয়াউট করে । এর পর শুরু হয় রাস্তায় রাস্তায় ব্যাপক সহিংসতা । এই সহিংসতা চলাকালিন তিউনিসিয়ায় নানা ধরনের জঙ্গি সংগঠনের উত্থান শুরু হয় । এই এই ঘটনাটি তখনই ঘটে যখন আরব বসন্তের মুল উদ্যক্তা মিসরের মুসলিম ব্রাদারহুড পার্টি নির্বাচনে বিজয়ী হওয়ার পরও সামরিক বাহিনী কতৃক ক্যু হয়ে সরকারের অনেকেই নিহত হন ও প্রেসিডেন্ট মুরসি ক্ষমতাচ্যুত হয়ে গ্রেফতার হন । তিউনিসিয়ার এই সহিংসতার হাত থেকে গণতন্ত্রকে রক্ষা করতে UGTT এর নেতা হুসাইন আব্বাসি সিভিল সোসাইটির সাহায্যে UTICA এর সাথে সংলাপ শুরু করে । এই UTICA তিউনিসিয়ার একটি শক্তিশালী সামাজিক সংগঠন । অনেকটা আমাদের দেশের এফবিসিসিআই এর মত । পরে এই সংলাপে যোগ দেয় LTDH ও তিউনিসিয়ার আইনজীবীগণ । মুলত সমাজের এই চারটি প্রেসার গ্রুপের অধিনে অনুষ্ঠিত জাতীয় সংলাপে একজন নিরপেক্ষ ব্যাক্তির অধীনে নির্বাচন কমিশন পুনর্গঠন করে রাজনীতিবিদগণের সামনে একটি রোড ম্যাপ হাজির করা হয় । রাজনীতিবিদগণ শেষ পর্যন্ত এই রোড ম্যাপ মানা ছাড়া আর কোন উপায় থাকে না ।
সমাজের এই চারটি সামাজিক সংগঠন প্রেসার গ্রুপ এর মাধ্যমে অনুষ্ঠিত জাতীয় সংলাপকে বলা হয় Tunisian National Dialogue Quartet ।
নোবেল কমিটির দৃষ্টিতে এই Tunisian National Dialogue Quartet ভায়োলেন্স এড়িয়ে গণতন্ত্র রক্ষায় যে জাতীয় রাজনৈতিক ঐক্যমত তৈরি করেছে সেই কারনে তারা নোবেল শান্তি পুরষ্কার পাওয়ার যোগ্য ।
সর্বশেষ এডিট : ০৯ ই অক্টোবর, ২০১৫ রাত ১১:০৫