(ছবি: এক ফেসবুক বোনের ওয়াল থেকে তিনিও জানেননা এর সঠিক উৎস)
আমার প্রিয় বন্ধুদের মধ্যে যারা আশায় আছেন দেশ শ্রীলংকার মতো পুড়বে আর সেই আগুনে আলু পোড়া খাবেন তারা কতই না মহাজ্ঞানী-মহাজন ও দেশ প্রেমিক বন্ধুবর ! মাশাআল্লাহ।
আপনারা যদি একটা লিস্ট দিতেন আরো কোনো দেশ এই তালিকায় আছে কিনা? নাকি শুধু আপনাদের প্রিয় দেশটাকেই এই তালিকায় রেখেছেন তাহলে কিন্তু বেশ ভালো হতো!
আরো ভালো হতো যদি মোটামোটি একটা সময় বলে দিতেন কবে নাগাদ এই ঘটনা ঘটবে? কবে আসবে সেই মহেন্দ্রক্ষণ? তাহলে এই বাংলার আবাল-বৃদ্ধ-বণিতা আপনাকে কিন্তু শ্রদ্ধাভরে স্মরণে রাখতো! একটা দিন মাস বছর বলে দিন না! সমস্যা নাই, যদি কিছুই নাও হয়, পরে না হয় বলে দিবেন আপনারা সতর্ক করেছিলেন বলেই দেশ বেঁচে গেছে!
আমাদের এখানে দুর্নীতি হয়, বেশ বড় সাইজের, এটা যারা কোনোদিন পত্রিকা পড়েননা তারাও কিন্তু জানেন। আমাদের অবশ্যই অন্যায়ের-দুর্নীতির বিরুদ্ধে কথা বলা উচিত। দুর্নীতি ব্রিটিশ আমলে ছিল, পাকিস্তান আমলে ছিল, স্বাধীন বাংলাদেশে দুর্নীতিতে বিশ্ব চ্যাম্পিয়ন হওয়ার গৌরব (!?) আমাদের আছে।
আমাদের সর্বকালের প্রধান সমস্যার জনক-জননী হলো দুর্নীতি। দুর্নীতির বিষবৃক্ষের মূলোৎপাটনের জন্য আমাদের আন্দোলন-সংগ্রাম করা উচিত। এই বিষবৃক্ষের বিরুদ্ধে আন্দোলনে ডাক দেওয়ার জন্য কোনো রাজনীতিবিদ, বুদ্ধিজীবী, দেশপ্রেমিকের সন্ধান এই দুঃখিনী বাংলা মা আজো পায়নি। এই দুঃখ কোথায় রাখি বলেন?
অনেক দেশের সোনার খনি আছে, হীরার খনি আছে, তেলের খনি আছে, আছে ইউরেনিয়াম-প্লাটিনাম আরো কি কি জানি মহামূল্যবান ধাতুর খনি সেগুলোর নামও আমি ভালোভাবে জানিনা।
কিন্তু আমাদের আছে এক অত্যাশ্চর্য্য সম্পদ ফেবু প্রজন্ম !
শেয়ালের মত, একটায় আওয়াজ দিলো আর সবাই একসাথে হুক্কাহুয়া হুক্কাহুয়া শুরু করে দিলেন ! কিন্তু, বাছাধনেরা একবারও কি নিজেরে প্রশ্ন করেছেন শ্রীলন্কা আর আমাদের বাস্তবতা এক কিনা? আমরা কি শ্রীলঙ্কার আপন ভাই যে ওদের আর আমাদের ভাগ্য এক রশি দিয়ে বান্ধা ??
সর্বশেষ এডিট : ১৫ ই জুন, ২০২২ বিকাল ৩:২৫