তসলিমা নাসরিনের উপন্যাস “শোধ”,
পড়লাম।
কোট করার মত বিষয় খুঁজে পাচ্ছিনা।
তবে দু একটা কথা আছে
প্রসঙ্গ ছাড়াই কোট করা যায় এমনঃ
উৎসর্গ পেজে লেখা আছে:
“জগতের সকল নারী সূখী হোক”।
পয়তাল্লিশ নং পৃষ্ঠায় :
“ভালবাসা মানুষকে আরো বেশী মানুষ করে, শ্বাপদ করে না। ”
শেষ পৃষ্ঠার একটি লাইন এরকম:
“তবু মু্ক্ত মনের মানুষের মধ্যেও খুব অবচেতনে
কিছু সংস্কার হয়ত থেকেই যায়।”
অনেকে বইটা রেফার করেছিলেন, তাদেরকে ধন্যবাদ।
যারা পড়েছেন, গল্পটা তাদের মনে থাকার কথা।
আমার অভিমত হচ্ছে- যে অবিচারের শোধ নেয়া হয়েছে, আমিও লেখকের মত সে অবিচারের প্রতিবাদ করি।
তবে যেভাবে শোধ নেয়া হয়েছে সেটার আমি বিরোধীতা করি।
অন্যায়ের প্রতিবিধান অন্যায় পথে নয় অন্য কোনো মাধ্যমে হওয়া চাই।
যাতে প্রতিবিধানও হবে, অন্যায়ের পুনরাবৃত্তিও বন্ধ হবে।
সেই মাধ্যমটা কি আমি ঠিক জানিনা, খুঁজছি।।
সর্বশেষ এডিট : ২৭ শে আগস্ট, ২০১৫ রাত ৩:৩১