পাকিস্তান বংশোদ্ভুত সাদিক খান লন্ডনের মেয়র নির্বাচিত হওয়া নিয়ে ফেইসবুকে পোস্ট দেওয়ার কয়েক ঘণ্টার মধ্যেই দুর্বৃত্তদের গুলিতে নিহত হলেন পাকিস্তানের ব্লগার এবং মানবাধিকারকর্মী খুররাম জাকি। তিনি ‘লেট আস বিল্ড পাকিস্তান’ বা এলইউবিপি নামের একটি রাজনৈতিক ব্লগিং ওয়েবসাইটের সম্পাদক ছিলেন।
দেশটির সংবাদমাধ্যম দ্য ডনের খবরে বলা হয়েছে, শনিবার গভীর রাতে করাচির একটি রেস্টুরেন্টে খুররাম তাঁর দুই বন্ধুর সঙ্গে একটি অভিজাত রেস্তোরাঁয় খাবার খাওয়ার সময় তাঁকে লক্ষ্য করে গুলি চালানো হয়। দুটি মোটরসাইকেলে করে চারজন বন্দুকধারী এসে খুররামকে লক্ষ্য করে গুলি ছোড়ে। এতে তিনি ঘটনাস্থলেই নিহত হন।
এ ছাড়া এই ঘটনায় খুররাম জাকির দুই বন্ধুও আহত হয়েছেন বলে খবরে জানানো হয়। ওই দুই বন্ধু গুরুতর আহত অবস্থায় এখন করাচির হাসপাতালে চিকিৎসাধীন আছেন।
রাজনৈতিক ব্লগিং ওয়েবসাইট এলইউবিপির সম্পাদক সাদিক খানের ফেসবুক পেজের উদ্দেশ্য হিসেবে লেখা আছে, সাইটটি ‘উদার ধর্মীয় মতামত প্রচার করে এবং যেকোনো ধরনের উগ্রপন্থার বিরোধী’।
পাকিস্তান বংশোদ্ভুত সাদিক খান লন্ডনের মেয়র নির্বাচিত হওয়া নিয়ে ফেইসবুকে পোস্ট দেওয়ার কয়েক ঘণ্টার মধ্যেই দুর্বৃত্তদের গুলিতে নিহত হলেন পাকিস্তানের ব্লগার এবং মানবাধিকারকর্মী খুররাম জাকি। তিনি ‘লেট আস বিল্ড পাকিস্তান’ বা এলইউবিপি নামের একটি রাজনৈতিক ব্লগিং ওয়েবসাইটের সম্পাদক ছিলেন।
দেশটির সংবাদমাধ্যম দ্য ডনের খবরে বলা হয়েছে, শনিবার গভীর রাতে করাচির একটি রেস্টুরেন্টে খুররাম তাঁর দুই বন্ধুর সঙ্গে একটি অভিজাত রেস্তোরাঁয় খাবার খাওয়ার সময় তাঁকে লক্ষ্য করে গুলি চালানো হয়। দুটি মোটরসাইকেলে করে চারজন বন্দুকধারী এসে খুররামকে লক্ষ্য করে গুলি ছোড়ে। এতে তিনি ঘটনাস্থলেই নিহত হন।
এ ছাড়া এই ঘটনায় খুররাম জাকির দুই বন্ধুও আহত হয়েছেন বলে খবরে জানানো হয়। ওই দুই বন্ধু গুরুতর আহত অবস্থায় এখন করাচির হাসপাতালে চিকিৎসাধীন আছেন।
রাজনৈতিক ব্লগিং ওয়েবসাইট এলইউবিপির সম্পাদক সাদিক খানের ফেসবুক পেজের উদ্দেশ্য হিসেবে লেখা আছে, সাইটটি ‘উদার ধর্মীয় মতামত প্রচার করে এবং যেকোনো ধরনের উগ্রপন্থার বিরোধী’।
সর্বশেষ এডিট : ০৮ ই মে, ২০১৬ সন্ধ্যা ৭:৩৫