ডায়ামেট্রিক ভ্রমের কবিতা
আহা ভ্রম, কেবলি ব্লাডপ্রেসার তাড়িয়ে জ্বরে পড়েছি
জ্বরের ঘোরে রিকশা থামিয়ে পটপট পেদেছি তেলাপোকা ভাজার ডিস
বুকের পাটা এগারোটা টপকালেই বৌয়ের গাড়োয়ান
কান্দন ঠাঁটের চৌকিতে শুয়ে কেমন মরণভঙ ধরবে আর আমি
ছ্যাবলাকান্ত হেঁটলতিফ খাকি রাতটুকু ওর সিঁথান-পৈথান মারতে থাকবো
সোনার কাঠি রূপার কাঠি মুঠি করে। এমন সময় তুমি, আহা ভ্রম,
যেন চাপকল কাহিনীর বেগুন পোঁড়ানো... বাকিটুকু পড়ুন
