রাজশাহী বোয়ালিয়া থানার শালবাগান এলাকা থেকে বিশ্ববিদ্যালয়ের শিক্ষক এ.এফ.এম. রেজাউল করিম সিদ্দিকীর গলা কাটা মরদেহ উদ্ধার করেছে পুলিশ। আজ শনিবার সকালে সাড়ে ৭টার দিকে তাকে খুন করা হয়েছে বলে ধারণা করা হচ্ছে।
বোয়ালিয়া থানার ওসি শাহদাত হোসেন খান জানান, এ.এফ.এম. রেজাউল করিম সিদ্দিকী রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ইংরেজি বিভাগের অধ্যাপক। আজ শনিবার সকাল সাড়ে ৭টার দিকে শালবাগান এলাকায় তার বাড়ি থেকে মাত্র ৫০ গজ দূরে এই অধ্যাপককে খুন করেছে দুর্বৃত্তরা।
ওসি জানান, কী কারণে এই হত্যাকাণ্ড ঘটেছে- তাৎক্ষণিকভাবে তা জানা যায়নি।
প্রসঙ্গত, ২০১৪ সালে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের সমাজ বিজ্ঞান বিভাগের অধ্যাপক এ.কে.এম. শফিউল ইসলামকে হত্যা করে দুর্বৃত্তরা। একটি জঙ্গি গোষ্ঠী এর দায় স্বীকার করে বিবৃতি দিলেও পরবর্তীতে তা নাকচ করে দেয় পুলিশ।
পুলিশের দেওয়া অভিযোগপত্রে বলা হয়, ব্যক্তিগত বিরোধের কারণে হত্যাকাণ্ডের শিকার হয়েছিলেন অধ্যাপক শফিউল।
এর আগেও রাজশাহী বিশ্ববিদ্যালয়ের শিক্ষক খুনের ঘটনা ঘটেছিল।