রায়ের সময় কাদের মোল্লার চেহারা কেমন ছিল?
আদালতকক্ষে ঢুকেই ইতিউতি খুঁজছিলাম মোল্লা সাহেবকে। বহু বছর আগে একবার সামনাসামনি দেখেছি, মোবাইল ফোনে কথাও বলেছি। কিন্তু আবার দেখতে ইচ্ছে করছে এখন। জনাকীর্ণ আদালতকক্ষ বলতে যা বোঝায় সেরকম ছিলোনা, এটির পরিবেশ। তবে বসবার বেঞ্চগুলো একেবারেই ভর্তি। কিছুক্ষণ দাঁড়িয়ে থাকবার পর লাস্ট বেঞ্চে একটু জায়গা হলো। তখনো আমার চোখ মোল্লা সাহেবকে... বাকিটুকু পড়ুন
