সিনওয়ার! সিনওয়ার!
সে ওমর নেই আজ ,নেই তো সে দিনও আর ।
পেটে ক্ষুধা থইথই,
কেঁদে মরে বাছা ওই
জলপাই, রুটি শেষ—আছে শুধু তৃণ আর ।
সিনওয়ার! সিনওয়ার!
সিনওয়ার! সিনওয়ার!
চুপ করে বেঁচে থাকা হবে সমীচীনও আর?
আকসার প্রিয় কোল
হয়ে যায় বেদখল।
শাহাদাৎ কামনায় কাটে না যে দিনও আর!
সিনওয়ার! সিনওয়ার!
সিনওয়ার শৃঙ্খলে বাঁধা তুমি ছিলে, আর
তলোয়ারে টুটায়েছ সেই বাঁধা বারেবার।
সিনওয়ার —মাঝ রাত
তুমি একা জেগে চাঁদ;
সেই নূরে ম্রিয়মান আলো যত আলেয়ার।
জিতবে কে? কাপুরুষ? বীর মেনে নিলে হার?
সিনওয়ার, মুসলিম জেতে না তো সংখ্যায়;
সিনওয়ার, হারে তারা মরে যারা শঙ্কায়—
যায় তার সব যায়
শত্রুর কব্জায় ।
শেষতক জেতে সে, যে জাগে রণ-ডঙ্কায়।
সিনওয়ার, লাঠি ছুঁড়ে লড়ে গেলে নির্ভীক;
আখিঁজলে ভাসো নি তো, আঁখি জ্বলে ধিকিধিক!
সে আগুন চমকায়,
দুশমনে শঙ্কায়
হেরে যায় বারে বার; জিতে গেলে বীর ঠিক।
মরে গিয়ে জিতে গেলে, সিনওয়ার, নির্ভীক।
সিনওয়ার! সিনওয়ার!
কষ্টের যে জীবন, যে জীবন রাদিহার—
সেই লাশ বুকে করে ফুঁকরিয়া কাঁদি, আর
দেখি, ঘন তমসায়
চারদিক ঢেকে যায়;
শেষে তবু সাহসেই ফের বুক বাঁধি, আর
খাব দেখি, সহসাই কেটে গেছে আঁধিয়ার।