সাম্যের গান গাই—
বাংলাদেশের পথ নাকি সোজা চলেছে শ্রীলংকায়!
দেশের যা কিছু আয়-উন্নতি হইতেছে পর পর,
সব কিছু তার আওয়ামী করেছে, বাকিরা হাজতঘর।
এদেশে যা কিছু এল পাপ তাপ বেদনা অশ্রুবারি,
অর্ধেক তার জামাত এনেছে, বাকিটুক “সেই নারী”।
এই দেশে যত বাড়িয়াছে দাম— গ্যাস, বিদ্যুৎ, তেল
মূর্খ তোমরা, বোঝোনা ওসব উন্নয়নের খেল?
দাদাকে দিয়েছি ইলিশের ঝোল, সুইস ব্যাংকে মধু,
দেশের সামনে ঝুলিয়ে দিয়েছি উন্নয়নের কদু।
“তলাইীন ঝুড়ি” বলিয়া দেশকে করো যারা হেয় জ্ঞান,
তাহারা এদেশে কী বা~ ছেঁড়ো গো? যাওগে পাকিস্তান
[অনেকদিন পর ব্লগে এলাম।পরিচিত ব্লগার-বন্ধুরা কেমন আছেন? সবাইকে জীবাশ্ম জ্বালানির জ্বালাময়ী শুভেচ্ছা]