ফেব্রুয়ারি বছর ঘুরে আসবে যখন একা,
শূন্য বুকে জাগবে আবার পুষ্প দানের ঠেকা।
মুক্ত পায়ের ঐকতানে সেই পুরাতন গীতে
বুলির ছটায় ছুটব মোরা ফেব্রুয়ারির শীতে;
পুষ্প মালা দিতে।
শীতের কাঁথা নীচেয় ফেলে তীব্র শীতের ভোরে
মুক্ত পায়ে পৌঁছে যাওয়া শহীদমিনার-দোরে—
এটাই কি কম ত্যাগের কথা বর্তমানের দেশে?
এখন কি আর সময় আছে রক্তদানের, হেসে?
দেশকে ভালোবেসে?
নেই দরকার কিছুই করার দেশের তরে আর,
এখন কেবল পুষ্প দিয়েই মিটবে দায়ের ভার।
হায়রে ভীরু, হায় কাপুরুষ—নতুন যুগের সেনা
পুষ্প দিয়েই চাস মেটাতে স্বদেশমাতার দেনা?
শহীদ মিনার, তোমায় বলি চাও কি কেবল খালি
এমনি মুখের প্রীতির গীতি? এমনি ফুলের ডালি?
শহীদ মিনার, একটি দিনের মিথ্যে ফুলের ডালা
ঘুচিয়ে দিতে পারবে কি বল পাঁচ দশকের জ্বালা?
শির-নোয়ানো শহিদমিনার শির উঁচিয়ে দাঁড়া,
মোহের বেড়ি ভাঙতে জাতির অন্তরে দে নাড়া!
—শহিদমিনার
আহমদ মুসা
২৬ এপ্রিল, ২০১১।