“ঘুমের চেয়ে নামাজ বড়ো, ঘুমের চেয়ে নামাজ”—
ডাকিস কেন কান ফাটিয়ে,পাস না খেয়ে কাম আজ?
কাক-ভোরে রোজ ডাক দিয়ে যাস, তাক লেগে যাই শুনে
ঘুমের মজা কাড়িস যে তুই গুণ্ডা-ডাকাত-খুনে!
আরাম-আয়েশ খুন করে তুই মেজাজ করিস গরম
তুই খাবি কি চাবুক-পেটা,মারব এনে খড়ম?
আজকে হঠাৎ রাত্রে আমার আব্বা গেলেন মারা
দুঃখে আমার বুক ফেটে যায়, তাই কেঁদে হই সারা—
কোথায় গেল দুখের সাথী, কোথায় আমার বাজান!
আজকে ভোরে আবার শুনি সেই পুরাতন আযান!
কিন্তু একি! আজকে হঠাৎ গভীর সে সুর শুনে
হৃদয় আমার কাঁপছে কেন,কাঁদছে কিসের গুণে?
শিহর জাগে বুকের মাঝে, বিবশ হলো হিয়া
হায় কি মধুর সুর-ধ্বনি এ! কী মিঠে সুর! কী আহ!
—আযান
আহমদ মুসা
৫ নভেম্বর, ২০১৭।