এখন থেকে লিখব না আর সত্যিকারের কিছু
বলব না আর, চলব শুধু ছায়ার পিছুপিছু।
সবাই যখন নামছে নীচে, আমার তখন কী দায়?
অন্ধকারের সঙ্গী হলাম—আলোক তোমায় বিদায়।
বলুক না দেশ প্রলাপ-বচন, জ্বলুক না দেশ চিতায়—
ওসব ছাড়াই কাব্য হবে, ভাবব না আর বৃথাই।
হাঁটব না আর ন্যায়ের পথে, মাতব বিষের চুমায়!—
আমি কেন জাগব একা, সবাই যখন ঘুমায়?
এখন থেকে দুষব না আর, স্বদেশ, আমি তোমায়;
ধর্ষিতা দেশ, ঘুমাও তুমি অন্ধকারের কোমায়।
তোমার এ ঘুম ভাঙবে যখন, আসবে সময় ভাবার—
সেদিন নাহয় ধরব কলম, স্মরব তোমায় আবার।
এখন আমি থমকে রব, জীবন হবে থ-ময়,
মাথা নেড়ে আজ্ঞে বলেই কাটিয়ে দেব সময়।
মিথ্যেটাকে সত্যি জেনেই করব কারাবরণ—
এখন থেকে জানবে, হে দেশ, কবির হলো মরণ।
—কবির মৃত্যু।
আহমদ মুসা।
৩১ ডিসেম্বর, ২০১৮।