প্রতিদিনের মত আজও বেশ সকাল সকাল ঘুম ঘুম চোখ নিয়ে বাস স্ট্যান্ডে এসে দাড়ালাম। চুল হতে অল ক্লিয়ার শ্যাম্পুর গন্ধটা তখনও ভুর ভুর করে তার সুবাশ ছড়িয়ে যাচ্ছিল। গোলাপী রঙা শাল পরিহিতা নারী, আমার বেশ আগেই এসে পৌছেছে বোধ করি। তার গায়ের শালটি অনেক পাতলা আর ছোট, আজ নিশ্চিত তার ঠান্ডা লেগে যাবে। হেডফোন কানে লাগিয়ে থাকা ছেলেটি আজও এসেছে, ফরমাল শার্ট, প্যান্ট আর কালো জুতোয় আজও তাকে বেশ হ্যান্ডসাম লাগছে। হয়তোবা আজও তার কোন প্রতিষ্ঠানে ইন্টারভিউ রয়েছে। এই ইন্টারভিউ সে গত তিন বছর ধরেই দিয়ে চলেছে। গুড লাক ব্রাদার!
একটু দূরেই একটা প্রাইভেট কার এসে থামল। ল্যাপটপ ব্যাগ কাধে ঝুলিয়ে কার হতে নেমে যাওয়া কর্পোরেট মানুষটা তার স্ত্রীকে বিদায় বলছিল। গাড়িটা তার স্ত্রীকে নিয়ে চলে গেল, হয়তোবা তার স্ত্রীর অফিস ভিন্ন। কিউট কাপল!
কিন্তু, সোনালী রঙের চুলওয়ালা মেয়েটি কোথায়? বাস তো চলে আসলো বলে!
উফ! সে চলে এসেছে অবশেষে।
যাক! আমরা সকলেই এসে গিয়েছি।
আমরা সকলেই চুপচাপ দাড়িয়ে থাকি! একই পাচ জন মানুষ। একই সময়ে, একই জায়গায়। সবাই সবাইকে চিনি, আবার চিনি না।