দ্যা বব্স প্রতিযোগিতার দ্বাদশ আসরের প্রতিযোগীতার ফলাফল প্রকাশ করা হয়েছে যেখানে ‘জুরি অ্যা ওয়ার্ড’ বিজয়ীরা হচ্ছেনঃ
• প্রগতির জন্যপ প্রযুক্তি বিভাগে ইরানের অ্যা প ‘গেরশাদ’
• সামাজিক পরিবর্তন বিভাগে ভারতের এসিড হামলা বিরোধী প্রচারণা
• শিল্প এবং সংস্কৃতি বিভাগে জার্মানির ‘সেন্টার ফর পলিটিক্যােল বিউটি৷’
এছাড়া, শিল্প এবং সংস্কৃতি বিভাগে অনলাইন ব্যযবহারকারীদের ভোটে ‘ইউজার অ্যা ওয়ার্ড’ জয় করেছে,
• বাংলাদেশের আলোকচিত্রী জিএমবি আকাশের ইন্সটাগ্রাম অ্যা কাউন্ট৷
• বাংলা ভাষা বিভাগে ‘ইউজার অ্যা ওয়ার্ড’ জিতেছে জার্মান প্রবাসে ওয়েবসাইট৷
বিজয়ীদের অভিনন্দন!!
চলতি বছর দ্যা বব্স প্রতিযোগিতায় ২,৩০০ মনোনয়ন জমা পড়ে৷ এগুলোর মধ্যে থেকে ১২৬টি প্রকল্পকে চূড়ান্ত মনোনয়ন দেয়া হয়। যার মধ্যে বাংলা ভাষা বিভাগে ইউজার এওয়ার্ডের জন্য মনোনীত হয় আমার ‘অগ্নি সারথি’ ব্লগটি। খবরটা যখন প্রথম নুর ইসলাম রফিক ভাইয়ের ব্লগ মারফত জানলাম তখন ঠিক বিশ্বাস করে উঠতে পারি নাই। আমার নিজের কাছে এটা ছিল অকল্পনীয়, অবিশ্বাস্য। ভোটিং পর্বটায় ‘জার্মান প্রবাসে’র সাথে ‘অগ্নি সারথি’র লড়াইটা অসম হয়ে যাওয়াতে একটা সময় আমি হাত গুটিয়ে নেয়া শুরু করি। এক ভাবে বলতে গেলে নিশ্চিত পরাজয় জেনে রণে ভঙ্গ দেই। তবে কিছু সহব্লগার আপনাদের উৎসাহ আর অনুপ্রেরনা আমি কখনোই ভূলবনা। বিশেষতঃ
বিদ্রোহী ভৃগু, সাহসী সন্তান, কান্ডারি অথর্ব, মাঈনউদ্দিন মইনুল, আরজু পনি, জুন, আবু শাকিল, সুমন কর, কাল্পনিক_ভালোবাসা, বঙ্গভূমির রঙ্গমেলায়, প্রামানিক, কালনী নদী, মোস্তফা কামাল পলাশ, কথাকথিকেথিকথন, গিয়াসউদ্দীন লিটন, হাসান মাহবুব, ফেরদৌসা রুহী, কি করি আজ ভেবে না পাই, মাহবুবুল আজাদ, সোহানী, মহা সমন্বয়, অপর্না মন্ময়, বোকা মানুষ বলতে চায়, চন্দ্ররথা রাজশ্রী, সচেতনহ্যাপী, sagor6T9, যোগী, কল্লোল পথিক, মাহমুদুর রহমান সুজন, হামিদ আহসান, গেম চেঞ্জার, রূপক বিধৌত সাধু, দিশেহারা রাজপুত্র, দীপংকর চন্দ, জেন রসি, নীলসাধু, শায়মা, পাকাচুল, শাহ আজিজ, মাহমুদা আক্তার সুমা, সকাল রয়, Subroto, আহমেদ জী এস, মোঃ সাইফুল্লাহ শামীম, বিজন রয়, আবুহেনা মোঃ আশরাফুল ইসলাম, বিদগ্ধ, উল্টা দূরবীন, আরন্যক রাখাল, মিজানুর রহমান মিরান, রাবেয়া রাহীম, শাহিদা খানম তানিয়া, শামছুল ইসলাম, উদীয়মান সূর্য়, লেনন রাসেল, এ অাল মাহমুদ মো: জাবেদ হোসেন, এইচ.এম উবায়দুল্লাহ।
আসলে শুভকাংখী সহব্লগারগনের লিস্টটা এতই বড় যে তা বলে শেষ করতে পারব না। অনেকের কথা এখন আর মনে আসছে না বলে আমি আন্তরিক ভাবে দুঃখিত।
প্রিয় সহব্লগারগন,
দ্যা ববস প্রতিযোগীতায় আমি জয়ী হয়ে ফিরতে পারি নাই সত্য কিন্তু তার থেকেও আমার পরম প্রাপ্তি হল আমি আপনাদের ভালোবাসায় সিক্ত হয়েছি। সব ভেদ ভূলে আপনারাই আমাকে প্রিয় ব্লগ বাড়িটির প্রতিনিধি বানিয়েছেন। আপনারাই আমাকে ‘ইমন জুবায়ের’দের পথে নিয়েছিলেন। কোন প্রতিষ্ঠান কিংবা ব্লগ আমাদের জন্য না নেমেও প্রায় সাড়ে ৬ শ ভোট আমরা পেয়েছি। এটা কম পাওয়া নয়!
অনেকেই ইনবক্সে যোগাযোগ করে অভিযোগের সূরে বলেছেন ব্লগাররা ভোট দিচ্ছেন না। অনেকের ভোট আমি পাই নাই সত্য! হয়তো বা সেই মাপের মানুষ আমি হয়ে উঠতে পারি নাই। আমি চেষ্টা করছি একজন ভাল ব্লগার হয়ে উঠবার সাথে সাথে একজন ভাল মানুষ ও হবার। যদিও দিন কয়েক আমার লেখালেখি শ্লথ হয়ে গিয়েছে তবে আমি ফিরব, দ্বিগুন শক্তি-সাহস আর সেই সব প্রান্তিক জনতার গল্প নিয়ে আমি আবারো ফিরব।
ভোটিং কে কেন্দ্র করে সহব্লগারদের পোস্টে কাদা ছোড়াছুড়ি কিংবা আমাকে নিয়ে কুৎসা রটনার মত অনেক ঘটনা ঘটেছে। কোন একটা মহল আমার মনোনয়ন প্রাপ্তিকে ভাল চোখে দেখেন নাই। তারা নানান মাল্টি নিকে আবির্ভূত হয়ে অনেক বাজে বাজে মন্তব্য করেছেন। যেটা আসলেই বেশ দুঃখজনক। এটা শুধু নিজের জন্য বলছি না, অন্য কেউ এই মনোনয়নটা পেলেও আমি এই ধরনের ন্যাক্কারজনক আচরনের তীব্র নিন্দা প্রকাশ করতাম। ধীক আপনাদের মানসিকতায়।
আমি বারংবার বলে চলেছি এই মনোনয়নের দাবিদার আমি কোন ভাবেই ছিলাম না, কিভাবে যেন ববস এটা চাপিয়ে দিয়েছিল।
আমার মনোনয়নকে ঘিরে উদ্ভুত সকল ঘটনার জন্য আমি সহব্লগারদের নিকট ক্ষমাপ্রার্থী।
আমি বিশ্বাস করি, এবার আমরা জয়ী হয়ে ফিরতে পারলামনা ঠিকই কিন্তু পরের বার আমরা অবশ্যই। হয়তোবা আমাদেরই কেউ।
শুভ কামনা সকলের জন্য।
সর্বশেষ এডিট : ০২ রা মে, ২০১৬ রাত ১০:৩৬