বিএনপি বেশ বড় রকমের একটা আত্মঘাতী ধারণা মার্কেটিং করছে ইদানীং। এমনকি খালেদা জিয়াও তার ভাষণে সেই ধারণাটারে বেশ খোলামেলা ভাবে উপস্থাপন করেছে।
তারা বলছে, এদেশের জনগণ কখনোই কোন দলকে পরপর দুইবার ক্ষমতায় দেখতে চায় না।
কত হাস্যকর এবং উদ্ভট চিন্তার ধারক হলে একটা রাজনৈতিক দল এমন চিন্তা করতে পারে তা আমার মাথায় আসে না। দলটি যে বুদ্ধিবৃত্তিক ক্ষেত্রে একেবারে দেউলিয়াত্ব অর্জন করেছে এমন ধরণের কথা বাজারে ছাড়া তার আরেকটা নজীর হয়ে থাকল।
এই কথার দুটো দিক আছে।
এক.
সরকারি দলের ভাল কাজ করে কোন লাভ নেই। কারণ, ভাল কাজ করলেও তাদের দ্বিতীয়বার ক্ষমতায় আসার সুযোগ নেই। সুতরাং তাদের একটা কাজই করার থাকে সেটা হলো- নিজের পকেট সমৃদ্ধ করা।
এর মাধ্যমে তারা নিজেদের অজান্তেই স্বীকার করে নিচ্ছে আওয়ামীলীগ এবার অনেক ভাল ভাল কাজ করেছে। কিন্তু তাতে কোন লাভ নেই। কারণ দেশের মানুষ একই দলকে পরপর দুবার ক্ষমতায় দেখতে চায় না।
পাশাপাশি তারা তাদের কৃতকর্মের ব্যাপারেও একটা স্বীকৃতি এখানে দিচ্ছে। সেটা হল- এ কারণেই তাদের আমলে তারা ভাল কাজ করেনি। কারণ মানুষ ভাল কাজ করলেও তাদের পুনরায় ক্ষমতায় আনতো না।
আরো একটা ব্যাপার তারা এই বক্তব্য দিয়ে স্পষ্ট করে দিল, সেটা হল-পুনরায় ক্ষমতায় এলে তারা সর্বশক্তি নিয়োগ করে দুর্ণীতি করবে। কেউ তাদের রুখতে পারবে না। কারণ পরেরবার ক্ষমতায় আসার কোন পরোয়া তারা করবে না।
যারা মনে করেছিলেন, বিএনপি কৃতকর্মের জন্য অনুতপ্ত হয়েছে। আবার ক্ষমতায় এলে আগেরবারের মত ভুল কাজ করবে না, বরং দেশটাকে নতুন একটা উচ্চতায় নিয়ে যাবে। তাদেরকে বলছি, আপনারাই বলুন, যারা এমন একটা ধারণা বাজারজাত করে তাদের পক্ষে দেশকে কি আসলেই পজিটিভ কিছু দেয়া সম্ভব ?
দুই.
এ বক্তব্যটি দেশের মানুষের প্রতি বিএনপির ধারণা কতটা নিম্নমানের সেটারও একটা প্রকাশ। একটা রাজনৈতিক পার্টি যদি জনগণ সম্পর্কে এত নীচু ধারণা পোষণ করে তাহলে তাদের পক্ষে বেশীদিন রাজনীতি করা সম্ভব না। আমার তো মনে হয় এভাবে চলতে থাকলে খুব দ্রুতই দলটি কালের গর্ভে বিলীন হয়ে যাবে।
জনগণ সম্পর্কে বাজে ধারণা পোষণ করে তাদের কাছে ভোট ভিক্ষা করতে কি এতটুকু লজ্জাবোধ হয় না দলটির ? খালেদা জিয়া কি এই কথাটা উচ্চারণ করার আগে একবারও ভেবেছিল এই কথাটার অর্থ কি ? বিএনপি এখন কাদের চিন্তা ধারণায় পরিচালিত হয় ? তাদের কি জনগণের সাথে কোন ধরণের যোগাযোগ আছে? তাদের কি একমাত্র পুঁজী আওয়ামী বিরোধীতা ?
বিএনপিকে বলব, জনগণ সম্পর্কে ভাল ধারণা পোষণ করুন। নিজেদের চরিত্র শুধরান। একেকটা সরকার দেশকে দুর্ণীতিতে বিশ্ব চ্যাম্পিয়ন করবে, আর জনগণ তাদের লাত্থি দিয়ে ক্ষমতা থেকে নামিয়ে দিলে তখন খুব জ্ঞানীর মত জনগণের মনস্তত্ব নিয়ে বয়ান ছাড়বেন যে, জনগণ একই পার্টিকে পরপর দুবার ক্ষমতায় দেখতে চায় না-এই কুপমণ্ডুকতা থেকে বেরিয়ে আসুন। জনগণ সম্পর্কে আপনাদের বক্তব্য সুস্থ মানসিকতার প্রকাশ নয়। এটা স্রেফ অসুস্থতা। এ অসুস্থতা থেকে নিজেদেরও মুক্ত করুণ। দেশকেও আপনাদের অসুস্থ মানসিকতা থেকে মুক্তি দিন।
নইলে, আগেই বলেছি, ইতিহাসেই শুধু আপনাদের খুঁজে পাওয়া যাবে।