আমার আকাশের রং আজও সেই নীল-ই আছে
সেই ঠিক প্রথমবারের মত যেমনটি তুমি দেখেছিলে ।
তবে মাঝে মাঝে কিছু উটকো মেঘের আনাগণা হয়
আবার তা , কিভাবেই যেন একাই সরে যায় ।
সবই ঠিক আছে , সেই প্রথমবারের মতই
শুধু তুমি নেই , কোথায় যেন হারিয়ে গেলে ঠিক ধূমকেতুর মত ।
কবে ফিরবে তুমি ?
আমি শতাব্দী হতে শতাব্দী ধরে বসে আছি তোমারই অপেক্ষায় ।
তোমার জন্য আজও বসন্তকে ধরে রেখেছি এই হৃদয় পটে,
আর উড়ে চলেছি, আমার মনের আধোফোটা লাল গোলাপের বাগানে ।
তুমি কি আসবে না , তুমি কি রয়ে যাবে সময়ের আড়ালেই ?
নাকি মরিচিকার মতই রয়ে যাবে আমার স্পর্শের বাইরে ।
যেখান থেকে কেও আর ফিরে আসেনা বা ফেরা যায় না,
হারিয়ে যায় কালের গহীনে ।
সর্বশেষ এডিট : ২৯ শে সেপ্টেম্বর, ২০১০ রাত ১:২২