
তোমার যাত্রাপত অনেক দী্রগো
মেঘ থেকে যকন নেমে আসে সাপের পাল
তুমি তাদের মেরে পেলো
তুমি খেয়েচো নেকড়ের মাংশ, খুব ঝাল ।
তুমি পানি পান করো না
সেখানে কালো আগাছারা তাকে
তুমি পাথর হয়ে যাবে
পুকুরে ইলিশের পাল ডিম পাড়ে
তুমি ঘুমিয়ে পড়ো ঘুমানো পরে
ইগলের পালক গায়ে জড়িয়ে
বিদ্যুতের ছ্যাকা থেকে মুক্ত হয়ে
রাজকুমার আসবে গাধার পিঠে চড়ে
তোমার পুত্র হারিয়ে গেছে
চাঁদের কপালে বাকা কালো দাগ আছে
তিনটা খরগোস ঘুরে ফিরে মাঠে
একশটি ঘোড়া বাসায় ফিরে আসে
আমি বৃদ্ধ, তুমি জোয়ান
চোখের বনে তোমার সাপের ঘেরান
আমাদের স্বপ্নে মাকড়শা ঘুরেফিরে
হিপ্নথেরাপি অসুস্থকে সুস্থ করে তোলে