ফুরিয়ে গিয়েছে প্রেম
ফুরিয়ে গিয়েছে ভূতে পাওয়া দিন;
টেবিলের ‘পরে ক্যান্ডেল একলা জ্বলুক,
দেয়ালের গায়ে পাটে গড়া দুইটা পুতুল
গাঁ গেষাঘেষি করে
থাকুক দিনের পর দিন;
তোমাদের ফুরিয়েছে প্রেম।
ফাল্গুনের রাতে যদি খুব হাওয়া দেয়
খুব যদি ডাকতে থাকে
একরোখা কোকিল
তুমি জানালা বন্ধ করে দিও।
দেয়ালের গায়ে দুইটা পুতুল
হেসে খুব জড়াজড়ি করে থাক;
সিনেমার কাহিনীতে
প্রেম ভেঙে গেলো বলে
তুমি খুব কেঁদো মেয়েটার দু:খে
আর ছেলেটিকে দিও সুখী হবার বর।
এইভাবে, ফিল্মের প্রেমের কথা ভেবে
তুমি পার করো ফাল্গুনের রাত;
হুট করে যেওনা মরে হাতে নিয়ে চিরকুট:
ফুরিয়ে গিয়েছে প্রেম
ফুরিয়ে গিয়েছে ভূতে পাওয়া দিন;
দেওয়ালের গায়ে থাক দুইটা পুতুল
টেবিলের ‘পরে থাক অসুখী ক্যান্ডেল
আমি যাই কলহাস্য বসন্তের দেশে।
২রা ডিসেম্বর ২০১৮