এসব বদল কে ঘটায়
______________
কে ঘটায় এসব বদল?
আমি ডানে ছুঁড়ি তীর, বায়ে গিয়ে পড়ে।
এক হরিণকে আমি করছি ধাওয়া
অথচ জানি না কখন শিকারী নিয়েছে আমারই পিছু।
যা চাই তা পেতে ছলে-বলে খাটাই কৌশল
কিন্তু দিন শেষে নিজেই দেখি বন্দী বাসনায়।
অপরের জন্য যে গর্ত আমি করি রচনা
তাতে হয় নিজেরই পতন।
তাই, হে বাসনা সকল,
তোমাদের নিয়ে আমার যত সংশয়।
______________________
Who Makes These Changes
______________________
Who Makes These Changes?
I shoot an arrow right.
It lands left.
I ride after a deer and find myself
Chased by a hog.
I plot to get what I want
and end up in prison.
I dig pits to trap others
and fall in.
I should be suspicious
of what I want.
__________________
Book: A Year with Rumi
Translator: Coleman Barks
Poem: Who Makes These Changes
Publisher: HarperCollins, 2006