দানা
যে পাখি মানে না পোষ, তারে তবু দানা কেন দাও?
কেন তারে ডাকো: আয় আয়?
আহ্লাদ
তোরঙ্গে চিঠি ছিল, ছিল এক নথ
নথে তার পরশ ছিল, ছিল আহ্লাদ।
জাদুর পাখি
নিজের চোখে না রেখে চোখ কোন সে হন্তারক
ফুঁৎকারে জাদুর পাখির মতন নিজেকে শূন্যে মিলায়!
ডানা
যার কেউ নাই তার নামে একটি পাখি—
ডানা ভাঙা—মায়াগান গায়; একটি ডানা তার
উড়ার ভঙ্গিমায় কেমন নাড়ায়।
জিরাত
পুরান গামছা রইলো ঘরে, রইলো তার ঘ্রাণ;
এই নিয়েই সে সংসার করে, গৃহে চরণ-বন্দী যার
১৩.১০.১৬
সর্বশেষ এডিট : ১৩ ই অক্টোবর, ২০১৬ বিকাল ৫:২৯