দুইটা মেয়েলোকের সমান একটা পুরুষলোকের বুদ্ধি!
গতকাল ছিলো আমার সমাবর্তন অনুষ্ঠান। দুই বছরের মাস্টার্স কোর্সের অফিসিয়াল সমাপ্তি। আমি পড়াশোনা করেছি দুটো বিশ্ববিদ্যালয়, ইউনিভার্সিটি অব বন এবং ইউনাইটেড নেশনস ইউনিভার্সিটির অধীনে। সেজন্য বিদায় সংবর্ধনা দুটো বিশ্ববিদ্যালয় থেকেই পেয়েছি, অভিজ্ঞজনদের কথা, সহপাঠী, অগ্রজদের কথা, তাদের প্যারেন্টসদের ইন্সপায়ারেশন শুনতে শুনতে নিজের ফেলে আসা সংগ্রাম মাথায় বাড়ি দিচ্ছিলো।
ছোট শহরে বেড়ে... বাকিটুকু পড়ুন
