শুভ জন্মদিন হুমায়ূন আহমেদ ........
কথা সাহিত্যিক হিসেবে তুঙ্গস্পর্শী জনপ্রিয়তা পেলেও তিনি নির্মাণ করে গেছেন অসংখ্য নাটক যার সবগুলোই তুমুল জনপ্রিয়তা পেয়েছে। তার লেখা কাহিনী অবলম্বনেও নির্মিত হয়েছে অসংখ্য নাটক। যখন স্যাটেলাইট চ্যানেল ছিল না দেশের মানুষের বিনোদনের অন্যতম মাধ্যম ছিল বাংলাদেশ টেলিভিশন তখন মানুষ তার নাটক দেখার জন্য টেলিভিশন সেটের সামনে মন্ত্রমুগ্ধের মত বসে থাকতো,রাস্তা ঘাট খালি হয়ে যেতো।উপমহাদেশে বিভিন্ন সময় বিভিন্ন সাহিত্যিক কর্ম বা সাহিত্য থেকে উঠে আসা কাল্পনিক চরিত্র নিয়ে নানা সময়ে আলোড়ন দেখা গেলেও হুমায়ূন আহমেদের সৃষ্ট চরিত্র বাকের ভাইয়ের ফাঁসি দেয়ার ঘটনাকে ঘিরে দর্শকদের মাঝে যে তীব্র প্রতিক্রিয়া তৈরি হয়েছিল তা বিরল এবং বিস্ময়কর। নাটক প্রচারের দিনটিতে ঢাকার চেহারা যেন কারফিউর মতো রূপ নিয়েছিল।বাকের ভাইর ফাঁসি হয় যার সাক্ষ্য দেয়ার কারণে সেই খল চরিত্রের অভিনেতা আব্দুল কাদের বলেন, বাকের ভাইয়ের ফাঁসির প্রতিবাদে সৃষ্ট বিক্ষোভের মুখে তারা থানায় জিডিও করেছিলেন।বাকের ভাইয়ের কুলখানির নিমন্ত্রণও পেয়েছিলেন বলে জানান মি. কাদের। দেশের বিভিন্ন জায়গায় বাকের ভাইর ফাঁসির প্রতিবাদে মিছিল সমাবেশ হয়েছিল, যা সত্যি বিস্ময়কর। সত্যি হুমায়ূন আহমেদ তার সৃষ্টি দিয়ে মানুষের হৃদয় জয় করার অতুলনীয় ক্ষমতা নিয়ে জন্মেছিলেন!!
নিচে উনার রচিত ও পরিচালিত জনপ্রিয় নাটক সমূহের ইউটিউব লিঙ্ক দেয়া হল;
ধারাবাহিকঃ
এইসব দিনরাত্রি
আজ রবিবার ও নক্ষত্রের রাত
এইসব দিনরাত্রি
অয়ময়
বহুব্রীহি
কালা কইতর
কোথাও কেউ নেই
মেঘ বলেছে যাব যাব
নীতু তোমাকে ভালোবাসি
অচিন রাগিণী
রুপালী রাত্রি
জোছনার ফুল
এই মেঘ এই রৌদ্র
বিঃ দ্রঃ কিছু নাটকের লিঙ্ক ইউটিউবে পাওয়া যায় নি বলে বাদ পড়েছে। কারো কাছে অন্য লিঙ্ক থাকলে অনুগ্রহ পূর্বক কমেন্টে দিয়ে দিবেন। হুমায়ূন আহমেদ রচিত ও পরিচালিত প্যাকেজ নাটক গুলো হচ্ছে ‘একদিন হঠাত্’, ‘এবং আইনস্টাইন’, ‘আজ জরির বিয়ে’, ‘একটি অলৌকিক ভ্রমণ কাহিনি’, ‘এই বৈশাখে’, ‘এই বর্ষায়’, সিক্যুয়েল ‘আমরা তিন জন’, ‘অন্তরার বাবা’, ‘আংটি’, ‘বাদল দিনের প্রথম কদম ফুল’, ‘বাদল দিনের গান’, ‘ব্যাংক ড্রাফট’, ‘ভূত বিলাস’, ‘বিবাহ’, ‘বন কুমারী’, ‘বন বাতাসি’, ‘বৃহন্নলা’,‘বন্য’, ‘বউ বিলাস’, ‘চাঁদের আলোয় কয়েকজন যুবক’, ‘চেরাগের দৈত্য’, ‘চিপা ভূত’, ‘ছেলে দেখা’, ‘চোর’, ‘চৈত্র দিনের গান’, ‘চন্দ্রগ্রহণ’, ‘চন্দ্র কারিগর’, ‘চন্দ্রগ্রস্ত’, ‘দূরত্ব’, ‘দুই দুকোনে চার’, ‘একা’, ‘এ কী কাণ্ড’, ‘এনায়েত আলীর ছাগল’, ‘গণি সাহেবের শেষ কিছুদিন’, ‘গন্ধ’, ‘গৃহ সুখ প্রাইভেট লিমিটেড’, ‘গুণীন’, ‘হাবিবের সংসার’, ‘হাবলঙ্গের বাজার’, ‘হামিদ মিয়ার ইজ্জত’, সিক্যুয়াল ‘হিমু’, ‘ইবলিশ’, ‘জহির কারিগর’, ‘জীবন যাপন’, ‘জোত্স্নার ফুল’, ‘জুতা বাবা’, ‘জুতার বাক্স’, ‘জইতুরি’, ‘যমুনার জল দেখতে কালো’, ‘জল তরঙ্গ’, ‘জলে ভাসা পদ্ম’, ‘কাকারু’, ‘খোয়াব নগর’, ‘কন্যা দেখা’, ‘কূহুক’, ‘মাঝে মাঝে তব দেখা পাই’, ‘মিসকল’, ‘মফিজ মিয়ার চরিত্র’, ‘মন্ত্রী মহোদয়ের আগমন’, ‘নাট্য মঙ্গলের কথা’, ‘নিম ফুল’, ‘নগরে দ্বৈত্য’, ‘নূরুদ্দিন স্বর্ণপদক’, ধারাবাহিক ‘অচীন রাগিনী’, ‘অনুসন্ধান’, ‘ওপেন্টি বায়োস্কোপ’, ‘অপরাহ্ন’, ‘অতঃপর শুভ বিবাহ’, ‘পাপ’, ‘পাথর’, ‘প্রজেক্ট হিমালয়’, ‘পদ্ম’, ‘পুষ্পকথা’, ধারাবাহিক ‘রুমালী’, ‘রূপকথা’, ‘রূপার ঘণ্টা’, ধারাবাহিক ‘রূপালি রাত্রি’, ‘সোনার কলস’, ‘সবাই গেছে বনে’, ‘শওকত সাহেবের গাড়ি কেনা’, ‘রুবিক্স কিউব’,‘স্বপ্ন এবং স্বপ্ন ভঙ্গ’, ‘সুরি’। ইউটিউবে ইংরেজীতে নাটক গুলোর নাম লিখে সার্চ দিলেই পেয়ে যাবেন বলে আশা করি।
আরো দেখতে পারেনঃ
হুমায়ূন আহমেদ'র লেখা সকল বইয়ের এর ডি এফ ভার্সন
হুমায়ূন আহমেদ এর পরিচালিত সব চলচ্চিত্রে ব্যবহৃত ও উনার লেখা সব গান
হুমায়ূন আহমেদ পরিচালিত সব চলচ্চিত্র এবং উনার কাহিনী অবলম্বনে নির্মিত চলচ্চিত্রের লিঙ্ক
সর্বশেষ এডিট : ১৩ ই নভেম্বর, ২০১৪ দুপুর ১:২৩