ধীরে ধীরে জেগে উঠছে ঢাকার চলচ্চিত্র। নির্মাণ, গল্প, অভিনয়ে আসছে নতুন স্বাদ- আধুনিক ধারা। আর এ পরিবর্তনে নেতৃত্ব দিচ্ছেন তরুণ নির্মাতারা। নতুন দিনের চলচ্চিত্রের মিছিলে এবার যোগ হয়েছে 'অগ্নি'।সবকিছু ঠিক ঠাক থাকলে আসছে ঈদুল আযহায় মুক্তি পেতে যাচ্ছে "অগ্নি"।চলুন দেখা যাক চলচ্চিত্রটির কিছু উল্লেখযোগ্য দিক>>
১/পরিচালনায় ইফতেখার চৌধুরী ,তিনি ইতোমধ্যে খোঁজ দ্যা সার্চ এবং দেহরক্ষী চলচ্চিত্রগুলো নির্মাণ করেছেন। যে দুটো চলচ্চিত্রই ব্যবসা সফল এবং একশন ধর্মী
২/প্রযোজনায় জাজ মালটিমিডিয়া ,যাদের প্রায় ১২০ টির মত ডিজিটাল প্রেক্ষাগৃহ আছে। জাজর নির্মিত এখন পর্যন্ত মুক্তিপ্রাপ্ত সবগুলো চলচ্চিত্রই (ভালোবাসার রঙ ,অন্যরকম ভালোবাসা,পোড়ামন ,ভালোবাসা আজকাল ) প্রায় ব্যবসা সফল। তারা কম বাজেটে অপেক্ষাকৃত ভালো মুভি বানিয়ে থাকে,এবং মুভির প্রচারের উপ খুব জোড় দেয়।তার উপর এ চলচ্চিত্রটির বাজেট অপেক্ষাকৃত বেশি।
৩/ নায়িকা মাহি ।যদিও জাজ নির্মিত এ পর্যন্ত সবগুলো চলচ্চিত্রেরই নায়িকা তিনি কিন্তু এ চলচ্চিত্রটিতে তিনি ভিন্ন ভাবে আবির্ভাব হতে যাচ্ছেন। চলচ্চিত্রটি নায়িকা নির্ভর একশন ভিত্তিক।বাংলাদেশে নারী নির্ভর একশন ভিত্তিক চলচ্চিত্রের নাম "মৌমাছি" এর পর আর মনে পড়ছে না।সুতরাং চলচ্চিত্রটির প্রতি ছেলে দর্শকদের আলাদা আকর্ষণ থাকবে
৪/নায়ক আরেফিন শুভ । যদিও তিনি ইতোপূর্বে #জাগ চলচ্চিত্রে অভিনয় করেছেন কিন্তু চলচ্চিত্রের প্রধান নায়িক হিসেবে সম্ভবত এটিই তার প্রথম চলচ্চিত্র হতে যাচ্ছে। এ চলচ্চিত্রের জন্য তিনি তার চেহেরা,ফিগার এবং গেটআপে কিছু পরিবর্তন এনেছেন যা ইতোমধ্যেই দর্শকদের আলোচনায় এসেছে।এ চলচ্চিত্রে তাকে সিক্স প্যকে দেখা যাবে। আর সেই হিসেবে তার প্রথম বাণিজ্যিক চলচ্চিত্র হিসেবে ভক্তদের আগ্রহ থাকবেই।
৫/এ চলচ্চিত্রের মাধ্যমে প্রথম বারের মত আইটেম গানে নাচতে যাচ্ছেন মাহিয়া মাহি।তাই দর্শক সম্ভবত আরেকটি 'রাতের রাণী সোহানা দেখতে যাচ্ছে।আইটেম গানে কণ্ঠ দিচ্ছেন বলিউডের জিয়া রে খ্যত নীতি মোহন । (আইটেম গানের শুটিং এর অংশবিশেষঃ http://is.gd/nU1d7t )
৬/এ চলচ্চিত্রের সঙ্গীত পরিচালনা করেছেন অদিত।গানে কণ্ঠ দিয়েছেন দেশের জনপ্রিয় সঙ্গিত শিল্পী বৃন্দ।
৭/অভিনয়ের পাশাপাশি একটি গানেও কণ্ঠ দিয়েছেন আরেফিন শুভ। যা তার গাওয়া প্রথম গান।গান
৮/ চলচ্চিত্রের শুটিং হয়েছে থাইল্যন্ডে।
৯/চলচ্চিত্রের আনঅফিসিয়াল পোস্টার এবং শুটিং স্টিল গুলো ইতোমধ্যেই দর্শকদের মধ্যে ভালো সাড়া ফেলেছে।
সব কিছুই ঠিক আছে।এখন দেখা যাক কাহিনি পরিচালনা আর অভিনয় দিয়ে কতোটা ব্যাটে বলে মিলাতে পারেন চলচ্চিত্রের নির্মাতা ও কলাকুশলীবৃন্দ।সবার প্রতি প্রেক্ষাগৃহে গিয়ে চলচ্চিত্রটি দেখার আমন্ত্রন রইলো।
সর্বশেষ এডিট : ২১ শে সেপ্টেম্বর, ২০১৩ রাত ১১:৩৯