আজ বাংলা চলচ্চিত্রের দেবদাস বুলবুল আহমেদের তৃতীয় মৃত্যুবার্ষিকী।
বাংলা চলচ্চিত্রের ইতিহাসে অন্যতম সুদর্শন নায়ক এবং সুঅভিনেতা বুলবুল আহমেদ ২০১০ সালে পৃথিবীর মায়া ত্যগ করেন।১৯৭২ সালে আবদুল্লাহ ইউসুফ ইমামের অনুপ্রেরণায় চলচ্চিত্রে কাজ শুরু করেন বুলবুল আহমেদ। ১৯৭৩ আবদুল্লাহ ইউসুফ ইমামের (ইউসুফ জহির) মুক্তি পাওয়া ছবি ইয়ে করে বিয়ের মাধ্যমে প্রথম বড় পর্দার দর্শকদের সামনে নায়ক হিসেবে আর্বিভাব ঘটে তাঁর। বছর খানেক বিরতির পর আবার বড় পর্দায় আসেন আবদুল্লাহ আল মামুনের অঙ্গীকার চলচ্চিত্রের মাধ্যমে। এর পর একে একে কাজ করেন ধীরে বহে মেঘনা, রূপালী সৈকতে, সীমানা পেরিয়ে, সূর্য কন্যা, জন্ম থেকে জ্বলছি সহ মত দর্শকনন্দিত চলচ্চিত্রে। ১৯৮৭ সালে চাষী নজরুল ইসলামের দেবদাস ছবির মাধ্যমে নিজেকে নতুন করে আলোচনায় নিয়ে আসেন বুলবল আহমেদ।প্রায় দুই শতাধিক চলচ্চিত্রে অভিনয়ের পাশাপাশি কয়েকটি চলচ্চিত্র পরিচালনাও করেন বুলবুল আহমেদ। বুলবুল আহমেদ পরিচালিত উল্লেখযোগ্য চলচ্চিত্র হচ্ছে ওয়াদা, মহানায়ক, ভালো মানুষ, রাজলক্ষ্মী-শ্রীকান্ত, আকর্ষণ, গরম হাওয়া, কত যে আপন প্রভৃতি। এর মধ্যে শেষের চারটি ছবি প্রযোজনার পাশাপাশি পরিচালনাও করেন বুলবুল আহমেদ।
এক নজরে বুলবুল আহমেদ
আসল নাম : তাবারক আহমেদ
জন্ম : ১৫ সেপ্টেম্বর, ১৯৪১, পুরান ঢাকা
স্ত্রী : ডেইজি আহমেদ
তিন সন্তান : মেয়ে ঐন্দ্রিলা ও তিলোত্তমা এবং ছেলে শুভ
উল্লেখযোগ্য চলচ্চিত্র : ধীরে বহে মেঘনা (১৯৭৩), সূর্য কন্যা (১৯৭৫), সীমানা পেরিয়ে (১৯৭৭), রূপালি সৈকতে (১৯৭৯), মোহনা (১৯৮২) ও মহানায়ক (১৯৮৫) দেবদাস (১৯৮৭), জন্ম থেকে জ্বলছি, ভালো মানুষ, ওয়াদা, আকর্ষণ, কত যে আপন
পরিচালিত চলচ্চিত্র :ওয়াদা, মহানায়ক, ভালো মানুষ, রাজলক্ষ্মী-শ্রীকান্ত, আকর্ষণ, গরম হাওয়া, কত যে আপন
প্রযোজিত চলচ্চিত্র : রাজলক্ষ্মী-শ্রীকান্ত, আকর্ষণ, গরম হাওয়া, কত যে আপন
অভিনীত চলচ্চিত্রের সংখ্যা : দুই শতাধিক
সর্বশেষ চলচ্চিত্র : দুই নয়নের আলো
পুরস্কার : বুলবুল আহমেদ তার দীর্ঘ অভিনয় জীবনে ৪ বার জাতীয় চলচ্চিত্র পুরস্কার লাভ করেন।
বিজয়ী শ্রেষ্ঠ অভিনেতা- সীমানা পেরিয়ে (১৯৭৭)
বিজয়ী শ্রেষ্ঠ অভিনেতা- বধূ বিদায় (১৯৭৮)
বিজয়ী শ্রেষ্ঠ অভিনেতা- শেষ উত্তর (১৯৮০)
বিজয়ী শ্রেষ্ঠ চলচ্চিত্র পরিচালক- রাজলক্ষ্মী শ্রীকান্ত (১৯৮৭)। এছাড়াও তিনি বাংলাদেশ চলচ্চিত্র সাংবাদিক সমিতিসহ বিভিন্ন সংগঠনের পুরস্কার লাভ করেন।
মৃত্যু : ১৪ জুলাই, ২০১০ রাত সাড়ে এগারোটা
বিঃদ্রঃ এ লেখাটি মুখ ও মুখোশ ম্যগাজিনে প্রকাশিত
সর্বশেষ এডিট : ১৪ ই জুলাই, ২০১৩ রাত ১১:৩৪