চলচ্চিত্র দেখবেন কোথায় দেখবেন?
না না!! নেট থেকে নামিয়ে পাইরেসি করা অন্যায়।ডি ভি ডি কিংবা টি ভি চ্যানেলের ছোট পর্দায় মজা নেই।বড় পর্দায় নতুন নতুন চলচিত্র দেখেন,আর গার্লফ্র্যন্ড থাকলে তো কথাই নেই একসাথে ডেটিং + ছবি দেখা
বড় পর্দায় দেখতে তো অবশ্যই প্রেক্ষাগৃহে যেতে হবে।
কিন্তু জীবনে তো প্রেক্ষাগৃহে যায় নাই...কোনটা কেমন তাও জানি না।
ব্যপার না চলুন ঢাকার প্রেক্ষাগৃহ গুলো সম্পর্কে হালকা ঝাপসা জেনে নেই।
জী না সব তথ্য একসাথে দিচ্ছি না।আজকে প্রথম পর্ব সিরিজ চলবে।
ঢাকার উল্লেখযোগ্য প্রেক্ষাগৃহের নাম(ব্রেকেটে আনুমানিক আসন সংখ্যা):
#আনন্দ(১২০০ টি), #রাজিয়া(৪৫০ টি), #সৈনিক ক্লাব(১০০০ টি), #বিজিবি(১১০০ টি), #এশিয়া(১২০০ টি), #সনি(১০০০ টি), #রাজমনি(৪৫০ টি), #অভিসার(৮২৬ টি), #বলাকা_সিনেওয়ার্ল্ড(১২৬৫), #মধুমিতা(১২২১), #স্টার_সিনেপ্লেক্স(২৬২ টি)।
প্রদর্শনীর সময় না জেনে গেলে আবার ওয়েইট করতে হবে,তাই চলুন দেখে নেই প্রদর্শনীর সময়সূচী
প্রদর্শনীর সময়ঃ
মধুমিতা==>শনিবার থেকে বৃহস্পতিবারঃসকাল ১২ টা,বিকাল ৩ টা,সন্ধ্যা ৬ টা,রাত ৯ টা,রাত ১২ টা
শুক্রবার প্রদর্শনী শুরু হয় সকাল ১০ টা থেকে
বলাকা সিনেওয়ার্ল্ড==>সাপ্তাহে ৭ দিনঃসকাল ১০. ১৫ মিনিট,বিকাল ৩.৩০ মিনিট,সন্ধ্যা ৬.৩০ মিনিট,রাত ৯.৩০ মিনিট
অভিসার==>শনিবার থেকে বৃহস্পতিবারঃদুপুর ১২.৩০ মিনিট,বিকাল ৩.৩০ মিনিট,সন্ধ্যা ৬.৩০ মিনিট,রাত ৯.৩০ মিনিট
শুক্রবার প্রদর্শনী শুরু হয় সকাল ১০.৩০ মিনিট থেকে
সনি এশিয়া ও বিজিবি==>শনিবার থেকে বৃহস্পতিবার
দুপুর ১২.৩০ মিনিট,বিকাল ৩ টা,সন্ধ্যা ৬ টা,রাত ৮.৩০ মিনিট
শুক্রবার প্রদর্শনী শুরু হয় সকাল ১০ থেকে
সৈনিক ক্লাব==>সাপ্তাহে ৭ দিনঃদুপুর ১২ টা,দুপুর ২.৪৫ মিনিট,বিকাল ৫.৪৫ মিনিট,রাত ৮.৪৫ মিনিট
রাজিয়া,আনন্দ ও রাজমনি==>রবিবার থেকে বৃহস্পতিবারঃদুপুর ১২ টা,বিকাল ৩ টা,সন্ধ্যা ৬ টা,রাত ৯ টা
শুক্রবার ও শনিবার প্রদর্শনী শুরু হয় সকাল ১০ টায়
আরো কিছু উল্লেখযোগ্য দিকঃ
★ স্টার সিনেপ্লেক্স, মধুমিতা, বলাকা সিনেওয়ার্ল্ড, অভিসার, আনন্দ ও বিজিবি সিনেমা হলে ডিজিটাল সাউন্ড সিস্টেম ও পর্দায় ডিজিটাল ব্যবস্থা রয়েছে। তবে স্টার সিনেপ্লেক্সে বলাকা সিনেওয়ার্ল্ড ও মধুমিতা সিনেমা হলের পর্দায় যথাক্রমে wide Dolby Digital Surround, wide Silver Screen এবং Digital Sound ব্যবহার করা হয়।(আপডেট তথ্য জানা নেই,কেউ জানলে জানান)
★আনন্দ সিনেমা হল, স্টার সিনেপ্লেক্স, বলাকা ওয়ার্ল্ড, মধুমিতা ও অভিসার সিনেমা হলে শীতাতপ নিয়ন্ত্রণের ব্যবস্থা রয়েছে।কি বুঝলেন!!গরমে ক্লান্ত হইয়া গেলে ঠাণ্ডা হবার জন্য হলেও একটা চলচ্চিত্র দেখে আসেন।
★যদি রাস্তায় জ্যাম হবে ভেবে আগে রওয়ানা দিয়ে গিয়ে দেখেন জ্যাম নেই!!!টেনশনের কিছু নেই,স্টার সিনেপ্লেক্স, বলাকা সিনেপ্লেক্স, মধুমিতা, সৈনিক ক্লাবের ওয়েটিং রুমে মহিলা ও পুরুষদের আলাদা ব্যবস্থা না থাকলেও রাজমনি, সনি, রাজিয়া ও আনন্দ সিনেমা হলে মহিলা ও পুরুষদের জন্যা আলাদা আলাদা বসার ব্যবস্থা রয়েছে। বিজিবি সিনেমা হলে শুধুমাত্র মহিলাদের জন্য ওয়েটিং রুম রয়েছে।
★আপনের গাড়ি আছে তাই টেনশন করছেন গাড়ি কোথায় রাখব??
স্টার সিনেপ্লেক্স, মধুমিতা, বলাকা সিনেওয়ার্ল্ড, সনি, এশিয়া, বিজিবি ও সৈনিক ক্লাব সিনেমা হলের নিজস্ব ব্যবস্থাপনায় গাড়ি পার্কিংয়ের ব্যবস্থা রয়েছে। তবে শুধুমাত্র স্টার সিনেপ্লেক্সে ছবি দেখতে আসা দর্শকদের গাড়ি পার্কিংয়ের জন্য চার্জ দিতে হয়। এক্ষেত্রে প্রাইভেট কার ও মোটর সাইকেলের জন্য যথাক্রমে ৪০ টাকা ও ২০ টাকা চার্জ দিতে হয়।
★সিনেমা চলাকালীন সময়ে পেটেক্ষুধা লাগতে পারে??
প্রত্যেক প্রেক্ষাগৃহেই দর্শকদের জন্য ফুড কর্ণার রয়েছে। ফুড কর্ণার গুলোতে সাধারণত চিপস্ কেক, বিস্কুট, চানাচুর, কোমল পানীয় ও মিনারেল ওয়াটার পাওয়া যায়।তবে টাকা সীমিত হলে না খাওয়াই ভালো কারণ প্রেক্ষাগৃহের ফুড কর্ণারগুলোর খাবারের দাম সাধারণত বাইরের চেয়ে বেশী হয়।
উপরে তথ্যগত ভুল থাকতে পারে।সেরকম কোন ভুল চোখে পরলে কমেন্টে শুধরে দিন।আরো বিস্তারিত তথ্য থাকলে তা দিয়েও সহায়তা করতে পারেন।