মাটি থেকে বেশ উঁচু একটি টাওয়ার... আর সেই টাওয়ার থেকে লাফিয়ে পরতে হবে সামনের লেকে... একদল ছেলে খেলছে... সেই দলের মাঝে আছে দুই ভাই আন্দ্রেই বড় জন আর ইভান ছোট জন...
বেশ ভাল ভাবেই কেটে যাচ্ছিলো আন্দ্রেই আর ইভানের জীবন... হঠাৎ একদিন ১২ বছরের দীর্ঘ বিরতির পর তাদের বাবার আগমন ঘটে... যাকে শুধু তারা একটি পুরনো ছবিতেই দেখেছে... আর এসেই বাবা পুত্রদের নিয়ে মাছ শিকারের উদ্দেশ্যে বেড়িয়ে পরে... একদিকে আন্দ্রেই বাবাকে পেয়ে বড়ই আপ্লুত... আর অন্যদিকে ইভান বড়ই বিরক্ত এবং সন্দিহান... এভাবেই কাহিনি এগিয়ে চলে...
কাহিনি নিয়ে ভাবার কিছু নেই... কারন মুভিটি শেষ করার পরও আসলে কাহিনি পরিস্কার হবে না... সাধারন মুভি গুলোর মত নয় এই মুভিটি... বরং এটিকে নির্ভেজাল শৈল্পিক চলচ্চিত্র বলাই অধিক যুক্তিসঙ্গত হবে...
কিছু মুভি থাকে না, যা দেখে যে যে যার যার মত মনে করে নিতে পারে অনেকটা সেরকমও বলা যায়...
আর মুভির গতিও ছিল যথেষ্ট ধীর... তবে তাতে করে বিরক্তি উদ্রেকের মত কোন কিছুও হয়নি... কারন অনিশ্চয়তার দোলাচালে স্নায়ু যথেষ্টই ব্যস্ত থাকেবে যে গতির কমতি গায়েই লাগবে না...
মুভির সবচেয়ে উল্লেখযোগ্য এবং মনহরণকারী দিক ছিল মূলত মুভিটির সিনেমাটোগ্রাফি... অসাধারন বললেও কম বলা হবে... আর কি সব ক্যামেরার মুভমেন্ট... হলিউডের খুব কম মুভিতেই এমন পাবেন... প্রায় সারাটা মুভি জুড়ে শুধুমাত্র তিনজনকে দেখতে মোটেও বিরক্ত হবেন না... এমনি ছিল সিনেমাটোগ্রাফি...
আর একটি দিক হচ্ছে অভিনয়... আহ বাচ্চা দুটো কি অভিনয় করেছে... অভিনয় বললেও ভুল হবে... বাচ্চা দুটোর অভিনয় দেখে এই ভুল হতেই পারে যেন একেবারে সত্যিকার কোন ঘটনাকে গোপনে কেউ চিত্রায়িত করেছে... অকৃত্তিম সব অভিব্যক্তি আর নির্ভেজাল আবেগের খুতহীন প্রদর্শনী...
যদিও অতি করুন এবং দুঃখজনক ব্যাপার আন্দ্রেই চরিত্রের অভিনেতা ভ্লাদিমির জেরিন কাকতালীয় ভাবে মুভির রিলিসের কিছুদিন আগে মুভির শুটিং স্পটের কাছের এক লেকেই পানিতে ডুবে মারা যায়...
পরিচালক Andrei Zvyagintsev এর এটি ছিল প্রথম কাজ... এবং পরিচালক হিসেবে যথেষ্ট সফলও এই মুভিতে... যার প্রমান ভেনিস ফিল্ম ফেস্টিভ্যাল সহ অসংখ্য ফেস্টিভ্যালে পুরস্কার এবং ক্রিটিকদের প্রশংসা...
শেষ কথা মুভিটি যথেষ্ট জটিল... অনেক কিছুই পরিস্কার হবে না... অনেক প্রশ্নই মনে রয়ে যাবে... “শেষ হইয়াও হইলো না শেষ” টাইপের মুভি এটি... আর তার উপর রাশিয়ান ভাষার রাশিয়ান মুভি... তাই আগেই বলে দিচ্ছি এটি সকল দর্শকের জন্য নয়... যারা মুভি দেখে সেই মুভি নিয়ে চিন্তায় ডুবে থাকতে কিংবা নিজে ব্যাখ্যা দাড় করাতে ভালবাসেন... কিংবা একই ধাচের মুভি দেখতে দেখতে বিরক্ত... তাদের জন্য বেশ ভাল বিনোদন... বাকিরা ইগনোর করেন...
আর সাধারন দর্শকদের মাঝেও কারো যদি সিনেমাটোগ্রাফি, ক্যামেরার কাজ আর অসাধারন অভিনয়ের প্রতি দুর্বলতা থাকে দেখতে পারেন... খুব বেশি খারাপ লাগবে না আশা রাখি...
The Return (2003)
টরেন্ট লিঙ্ক