হ্যালো ব্লগার বন্ধুরা... আজকে আপনাদের সাথে একটি চমৎকার মুভির রিভিউ শেয়ার করব। আপনাদের মাঝে অনেকেই হয়ত এই মুভিটি দেখে ফেলেছেন। তবে যারা দেখেননি তাদের জন্য এটি একটি আবশ্যিক মুভি। আশা করছি সব রকমের মুভি পাগলেরই মুভিটি অনেক ভালো লাগবে। তাই আর কথা না বাড়াই জটপট রিভিউতে যাই।
(বি.দ্রঃ রিভিউটি আগে আমরা ɯoʌıǝ পাগল™ বোইন qɹoʇɥǝɹ পেইজে শেয়ার করেছিলাম)
“আমি আমার জীবনকে মানবসেবায় নিয়োগ করার শপথ নিচ্ছি।”
এটি হিপোক্রেটিসের শপথের প্রথম লাইন... যা কিনা সকল ডাক্তারদেরই মেডিকাল কাউন্সিলে নথিভুক্ত হওয়ার সময় নিতে হয়।
চিকিৎসা একটি মহৎ সেবামূলুক পেশা। এবং এই পেশায় নিয়জিত যারা, তারাও এই পেশার বলেই অনেক ক্ষমতাশীল। একথা অনস্বীকার্য ক্ষমতা আসে দায়িত্ব নিয়ে। কিন্তু অনেক সময়ই দেখা যায় ক্ষমতার দাপটে দায়িত্ব ভুলে অনেক চিকিৎসকই চিকিৎসার চেয়ে অনেক বড় হয়ে যায়। যা অত্যন্ত বেদনাদায়ক...
আজকের মুভির কাহিনি একজন অনন্য ব্যক্তির জীবনের সত্য ঘটনা অবলম্বনে রচিত বই "Gesundheit: Good Health Is a Laughing Matter" হতে নেয়া হয়েছে...
Good Health Is a Laughing Matter...
হাসি তামশা কি করে চিকিৎসার অংশ হতে পারে...?? অনেকেই হয়ত ভাবছেন... কিংবা রসিকতা, কৌতুকই বা কিভাবে মানুষের উপকার করতে পারে... যারা এমন ভাবছেন তাদেরকে মনে করিয়ে দিতে চাই আমরা মানুশ... আর আমাদেরকে নিয়ন্ত্রণ করে আমাদের মন... আর সেই মনের শান্তিই অনেক বড় শান্তি... যা আপনাকে কোন ওষুধ দিতে পারবে না তবে তুচ্ছ হাসি তামাশা কৌতুক খুব ভাল ভাবেই দিতে পারে... আর যারা এখনও আমার কথাটা মানতে পারলেন না নিচের তথ্যটা তাদের জন্য...
“ The American Journal of Medicine has found that laughter increases secretion of catecholamines and endorphins which in turn increases oxygenation of the blood, relaxes the arteries speeds up the heart, decreases blood pressure which has a positive effect on all cardiovascular and respiratory ailments as well as overall increasing the immune system response.”
আজকের কাহিনি হান্টার অ্যাডামসের... যে কিনা মানসিক সমস্যায় আত্মহত্যা পর্যন্ত করতে গিয়েছিল... এরপর নিজের সমস্যার সমাধানের জন্য নিজে থেকেই একটি মানসিক ক্লিনিকে ভর্তি হয়। আর এখানেই তার জীবন পাল্টে গেল... রুমমেট কে সাহায্য করে নিজে এক ধরণের চরম শান্তি লাভ করলো... যা কিনা তার মাঝে নতুন এক স্বপ্নের বীজ বপন করে দিল... মানুষের সেবাতেই প্রকৃত সুখ... আর মানুষের সেবা করার জন্য তবে এখন ডাক্তার হতেই হবে...
তারপর শুরু হল জীবনের এক অন্যরকম ভ্রমন... আর এই ভ্রমনে এসে হান্টার দেখল “ডাক্তার” এই শব্দটাকে একটি মহৎ টাইটেল বানিয়ে সেই টাইটেল নিয়ে কতিপয় মানুষের উন্মাদনা... রোগীদের সুযোগ-সুবিধা ভুলে নিজেদের তৈরি কঠিন নিয়ম কানুনের বাতুলতা...
সবাই যেখানে ডাক্তার হওয়ার জন্য এসেছে সেখানে অ্যাডামস এসেছে সেবা করতে... হাজার প্রতিকূলতার মাঝেও সে রোগীদেরকে হাসিয়ে যায়... আর সে সবার চেয়ে আলাদা এবং সবার চেয়ে কার্যকর... যে কিনা মনে করে একজন চিকিৎসকের লক্ষ্য শুধু রোগীর মৃত্যুকে ঠেকানো হওয়া উচিত নয়... সাথে সাথে রোগীর জীবনের বৈশিষ্ট্য গুলোরও উন্নতি করার চেষ্টা হওয়া উচিত... আর এই কারনে রোগকে ট্রিট করলে সেখানে জেতাও সম্ভব আবার হারাও সম্ভব সেখানে যখন একজন ব্যক্তিকে ট্রিট করা হবে তখন যা কিছুই হোক না কেন আপনার জয় অনিবার্য...
পুরো মুভিতে আপনার সত্তাকে নাড়া দিয়ে সঠিক পথে পরিচালিত করার মত যথেষ্ট উপাদান রয়েছে... প্রচলিত ব্যবস্থার নানান ভুল গুলোকে আঙ্গুল দিয়ে দেখানো হয়েছে... তবে এসব বুঝার জন্য অবশ্যই আপনাকে সত্যিকার মন দিয়ে মুভিটি দেখতে হবে...
ডাক্তারদের কাজ যেমন “ডাক্তার” ভাবে চালিত না হয়ে ডাক্তারের মূল মন্ত্রে চালিত হয়ে রোগীর সেবা করা... ঠিক তেমনি ভাবে সবাই যদি সবার মন্ত্রে চালিত হত দুনিয়াটা তখন সত্যিই অসাধারন হত... তবে হতাশ হওয়ারও কিছু নেই সকল কিছুর পরেও এই প্যাচএর মত কিছু মানুশ আজও আছে... যারা আমাদের সকলকে সঠিক কাজ করার জন্য অনুপ্রানিত করবে...
আগেই বলেছি যে এই মুভি সত্য ঘটনা অবলম্বনে নির্মিত... তো আমাদের বাস্তবের নায়ক হান্টার দোহারটি প্যাচ অ্যাডামস ওয়েস্ট ভার্জিনিয়াতে ৩১৬ একর জায়গার উপর Gesundheit! Institute প্রতিষ্ঠা করেছে... যা একটি ফ্রি হাসপাতাল... এবং প্রতি বছর পৃথিবীর বিভিন্ন দেশ হতে স্বেচ্ছাসেবক নিয়ে প্যাচ ক্লাউনএর বেশে বিভিন্ন দেশের রোগীদের সেবা করতে যায়... প্যাচ সেবা করার স্বপ্ন দেখেছিল... এবং এখনও করে যাচ্ছে...
যারা প্যাচ এবং তার ইন্সটিটিউট সম্পর্কে আরো জানতে চান তারা এই লিঙ্ক গুলো ভিসিট করতে পারেন...
http://en.wikipedia.org/wiki/Patch_Adams
http://patchadams.org/
শেষ কথা এটি একটি অসধারন মুভি...আর মুভিটিকে আরো উপভোগ্য করে তুলেছে রবিন উইলিয়ামস এর ক্ষুরধার সাবলীল অভিনয়। তাই রবিন উইলিয়ামসের ভক্ত কুলের মাঝে কারো যদি কোন কারনে মুভিটি মিস হয়ে থাকে তবে অতি শ্রীঘ্রই দেখে পাপ মোচন করুন।
এটি আসলে সকল মুভি পাগলের জন্যই অতি আবশ্যক.. মুভিটি দেখে যে শুধু বিনোদিত হবেন তাই নয় বরং সঠিক কাজের জন্য অনুপ্রানিতও হবেন... তাই মিস করবেন না কিন্তু... মাঝে মাঝে খুব ছোট ছোট জিনিশও অনেক বড় কিছুর সূচনা হতে পারে...
আশা করছি সকলেই মুভিটি দেখবেন এবং কেমন লাগল জানাবেন আর যারা আগেই দেখে ফেলেছেন তারাও আশা করছি জানাবেন মুভিটি আপনাদের কেমন লেগেছে।
মুভির নামঃ Patch Adams(1998)
http://www.imdb.com/title/tt0129290/
টরেন্ট ডাউনলোড লিঙ্কঃ
Patch.Adams 1998 HD DVDrip H264 375MB
or
Patch Adams DVDrip 707MB
(সকলকে ধন্যবাদ পোস্টটি কষ্টও করে পরার জন্য )
সর্বশেষ এডিট : ১৬ ই নভেম্বর, ২০১২ সকাল ৯:১৯