প্রথমেই বলে নেই আমি আপনাদের উপদেশ দিতে আসিনি। আমরা সবাই জানি বর্তমান এই সময়ে ব্লগ এবং ব্লগারদের উপর খড়গ নেমে এসেছে। বাক স্বাধীনতা, চিন্তার যথাযথ কর্ষন আজ বিপন্ন। ব্লগের তিনজনকে গ্রেফতার করে রিমান্ড এ নেওয়া হয়েছে। সামনে আমরা সবাই উৎকন্ঠার দিন পার করছি। ব্লগে অনেক ব্লগারদের কলমে হতাশার সুর বাজছে। হতাশ হওয়াই স্বাভাবিক। কারো কারো কথায় মনে হচ্ছে হাল ছেড়ে দিয়েছেন। আবার কারো কারো অনাগত অন্ধকার ভবিষ্যৎ নিয়ে ত্রাহি দশা। আমাদের আরেকটি জনপ্রিয় ব্লক আমার দেশ আপাতত বন্ধ হয়ে গেছে। খুব স্বাভাবিক ভাবেই সামহোয়ারইন এর পরিবার এই নিয়ে উদ্বিগ্ন রয়েছেন। এই কঠিন সময়ে আমার কাছে মনে হচ্ছে আমাদের খুব ঠান্ডা মাথায় কাজ করতে হবে। চলুন নীচের দশটি নিয়ম মেনে চলিঃ
১. সরকারী হোক বা বিরোধী দলের হোক তাদের যে কোন সিদ্ধান্তে মাথা ঠান্ডা রাখুন। আপনি জানেন আপনি কি চান। আপনি জানেন বাংলাদেশের চলমান রাজনীতি ভোটের রাজনীতি । অতএব রাজনীতির খেলাটাকে উপভোগ করুন। নেতাদের খেলতে দিন। আপনি কুল থাকুন।
২. শাহবাগের গণজাগরন মঞ্চ বন্ধ ঘোষিত হয়েছে। তো?? গণজাগরণ মঞ্চের আগে কি মুক্তিযুদ্ধের চেতনা ছিল না? আর শাহবাগ না হয় বন্ধ করে দিয়েছে সরকার। শাহবাগের আগুনের উত্তাপ নিয়ে বাংলার যে তরুণরা জেগে উঠেছে তা কি বন্ধ করতে পারবে? ভাবুন, শাহবাগ গণজাগরণ আওয়ামী লীগ হেকড করে ফেলেছে এই তকমাটা থেকেও কিন্তু এই মঞ্চ মুক্তি পেল। এটাও কম কিসের?
৩. সরকার বলেছে ধর্ম এর বিরুদ্ধে কটাক্ষ করে কিছু লেখা যাবে না। চলুন সরকারের এই রায় কে মেনে চলি। বাক স্বাধীনতার যথাযথ চর্চার জন্য হয়তো আমাদের আরো কিছু সময় অপেক্ষা করতে হবে। চলুন সেই সময় পর্যন্ত আমরা অপেক্ষা করি।
৪. বেশ বুঝতেই পারছেন বর্তমান সরকার ভয়ানক চাপের মুখে রয়েছে। এদের চুল রিতিমত আউলা ঝাউলা। ইসলাম ধর্মকে সামনে রেখে জামাত এবং বিএনপি গোটা দেশে ব্লগার এবং শাহবাগ এর বিরুদ্ধে নানান রকম মিথ্যা কথা বলে যাচ্ছে। আপনি, আমি তো জানি এ সবই প্রপাগান্ডা। আর এ কথাও আমাদের জানা আছে যে মিথ্যা কখনই প্রতিষ্ঠা লাভ করে না। এ ক্ষেত্রেও তা হবে না। চলুন, হতাশ না হয়ে আমরা আমাদের পথ চলি।
৫. ব্লগারদের আন্দোলন থেমে থাকলে চলবে না। কোন রকম সহিংসতা ছাড়া, উস্কানি ছাড়া চলুন আমরা আমাদের ব্লগ লিখি। আমরা সংঘবদ্ধ হই। এবং আমাদের কাজগুলো এগিয়ে নিয়ে যাই।
৬. তথ্য শেয়ার করি। একজন ব্লগার প্রক্সি দিয়ে কিভাবে বন্ধ হয়ে যাওয়া ওয়েব সাইটে ঢু দেওয়া যাবে সেই সুযোগ করে দিয়েছেন। বিভিন্ন রকম তথ্য চালাচালি হোক।
৭. ভুলে যাবেন এই মুহুতে আমাদের ঐক্য ধরে রাখতে হবে। কাউকে ভুল বোঝার আগে চলুন সেই তার কথাটা আগে বোঝার চেষ্টা করি। চলুন আমরা সবাই একজন আরোকজনের হাত বন্ধু হয়ে ধরে রাখি। এই সময়ে আমাদের বন্ধ খুব প্রয়োজন।
৮. ব্লগে ছাগুদের কোন কথায় কান দেবেন না। চলু্ন ওদের কে ঠান্ডা মাথায় এড়িয়ে চলি।
৯. ব্লগে লেখা ব্নধ করা চলবে না। রাজনীতির পাশাপাশি পৃথিবীর তাবত জ্ঞ্যান বিজ্ঞানের ঝাপিটা চলুন এই ব্লগের মাধ্যমে খুলে ফেলি।
১০. অনেক ব্লগারকেই দেখিছি যদি ব্লগ বন্ধ হয়ে যায় এই ভয়ে দিনাতিপাত করছেন। ব্লগ যদি একান্তই বন্ধ হয়ে যায় তাহলে সেক্ষেত্রে ব্লগারদের করনিয় কাজ এবং দায় দায়িত্ব নিয়ে মডারেটর যদি একটা পোষ্ট দেন তাহলে খুবই উপকার হয়। অনেককেই দেখি বলতে শুনেছি ব্লগ বন্ধ হয়ে গেলে আমরা কি করবো? কোথায় মিলিত হব,ইত্যাদি ইত্যাদি।
ধন্যবাদ