অনেক দিন হলো ব্লগে লেখা লেখি করি না। তাই আজকে একটি পুরনো কবিতা পোস্ট করলাম। আমি বিএনসিসি ক্যাডেট এবং সব্বোর্চ পদবী ছিল আমার। বিএনসিসি প্লাটুনে গান বাজনা, আবৃত্তি, নৃত্য বিনোদন মূলক সাংস্কৃতিক অনুষ্ঠান হয়। বিএনসিসি করার সময় প্রায় সময় গাওয়া আমার একটি কবিতা পোস্ট করা হল।
চলরে বাংলার বীর দল,
বুকে নিয়ে বল।
বীর খালিদের মত ছুটে চল,
দেশের তরে কর শত্রু ক্বতল।
রণক্ষেত্র করে রুধিরাক্ত,
শোণিত চুষে হো পাকাপোক্ত।
করতে দখল,সকল রাজ তক্ত,
হওরে খল,পাষাণ দল নয়নারক্ত।
দুশমন দর্শনে দাঁত করে কিড়মিড়,
কচুকাটা করে থামে মনের তিড়তিড়।
ডর নেই,ভয় নেই আছে ৩৩ কোটি হাত,
নিউক্লিয়ারের করাঘাতে ধ্বংসিব নির্ঘাত।
স্মরণে আছে বরণীয় ওসমানীর হুমকার,
বাংলা মায়ের নাড়ী ছেড়া ধনাহংকার।
সদা প্রস্তুত,বলিদান দিতে নিজ প্রাণ,
আমরা সকল ভাই-বন্ধু,হিন্দু-মুসলমান।
"সমরে আমরা,শান্তিতে আমরা,
সর্বত্রই আমরা,
দেশের তরে।
বাংলার আকাশ রাখিব মুক্ত করে।
সংগ্রামে,শান্তিতে,সমুদ্রে দূর্জয়।"
বিশ্ব দেখেছে একাত্তরের বিজয়।
বি:দ্র: ভূলত্রুটি হলে মাফ করবেন।
সর্বশেষ এডিট : ২৯ শে অক্টোবর, ২০১৯ রাত ১:৩৬