ভালো থাকার জন্যে ভালোবাসা জিনিসটা অবশ্যই জরুরী...কিন্তু তারচেয়েও জরুরী বিষয় হলো মন থেকে বিশ্বাস করা, "এই মানুষটা আমার!! এই মানুষটার সকল দুঃখ - কষ্ট আমার, তার দায়িত্ব আমার, তার অপমানের ভার নেয়ার কর্তব্য আমার, তাকে রক্ষা করার দায়ভার টুকুও সবার প্রথমে আমারই!" শুধু বারবার তার উপর ক্রাশ খাই, তাকে জড়িয়ে ধরে আদর করতে ইচ্ছে করে, তাকে কাছেনা পেলে ঘুম আসতে চায় না-এই জিনিস গুলোর বাইরেও অনেক গুরুত্বপূর্ণ খুব সামান্য একটা বোধ,দায়িত্ব বোধ ! খুব কমন একটা সমস্যার কথা প্রায়ই শুনি...ও আমাকে এতো ভালোবাসে, অথচ সেদিন যখন ওর পরিবার, ওর বন্ধুরা আমাকে অপমান করে মাটিতে মিশিয়ে ফেলছিলো, তখন ও কেবলই চুপ করে ছিলো ! কিংবা, এমনও হয়, হাসতে হাসতে সঙ্গীর সম্পর্কে হয়তো এমন একটা কথা বলে ফেলা হয়, যেটাতে সে ভয়ঙ্কর কষ্ট পায়, ছোট হয়ে যায়..এক পরিচিত একবার তার নতুন রিলেশনশিপের গল্প করছিলো...মেয়েটা কেমন, প্রশ্ন করাতে সে উত্তর দিয়েছিলো, 'মেয়ে কালো, তবে ঘষে-মেজে নিলে কাজ চালানো যাবে!' শুনে স্তব্ধ হয়ে গিয়েছিলাম তখন...হয়তো সে খুব মজা করেই কথাটা বলেছে, কিন্তু সে কি নিজে বুঝতে পেরেছে যে, সে নিজেই তার সঙ্গীকে কতটা অপমানিত করলো? জীবনের এই
পর্যন্ত সময়ে একটা কথা চরমভাবে জেনেছি ...ভালোবাসতে সবাই পারে কিন্তু দায়িত্ব নিতে সবাই পারে না...সত্যি বলতে কী, দায়িত্ব নেয়ার মত যথেষ্ট শক্তিশালী মানসিকতাই বেশিরভাগ মানুষের থাকে না!! যাকে ভালোবাসো, সে যদি তোমার হাত ধরে মাটির উপর শক্ত হয়ে দাঁড়াতে সাহায্য করতে না পারে, তবে সেই ভালোবাসার মানুষকে নিজের করে পেলেও কোন লাভ নেই...He can make me fly in the sky- কথাটা রোমান্টিক কোন গানেই তখন মানায়...কারণ যে তোমাকে মাটির উপরে দাঁড় করাতে গিয়ে নিজেই হিমশিম খায়, সে যত ভালোই বাসুক না কেন, তোমাকে আকাশে ওড়াবে কেমন
করে?