প্রথম বললে জীবন করতে পারি শেষ
শেষ কে প্রশ্ন থেকে যায়, তুমিহীনা কি হবে জীবন
তুমিই প্রথম তুমিই শেষ তুমি আমার স্বপ্ন বাস্তবতা সব
তুমিই চন্দ্র তুমি হাসি তুমি প্রথম স্পর্শ আমার
তুমিই তারা,তুমিই জমিন তুমিই একটা নক্ষত্র
তুমিই দিন তুমি সাপ্তাহ তুমি মাস বছর যুগ
তুমিই সকাল তুমি দুপুর তুমি বিকেল সন্ধ্যা রাত..
তুমিই আকাশ তুমি আলো তুমি আমার অক্সিজেন
তুমিই বাতাস, তুমিই প্রাকৃতিক তুমি সৌন্দর্যময়
তুমিই কষ্ট তুমি হাসি তুমি সুখ যন্ত্রনা
তুমিই মিস্ট, তুমি ভরসা তুমি এগিয়ে যাবার অনুপ্রেরণা
তুমিই আশা তুমি ভালবাসা তুমি আমার প্রাণ
তুমিই ভরসা, তুমিই তুমি তুমিই আমার শান্তনা
তুমিই আসমান তুমি নক্ষত্রের চাঁদনী রাত
তুমিই জমিন, তুমি মাটি তুমি কবর তুমিই তো জান্নাত
তুমিই রুপ অপরুপা অসাধারণতা সব সুখ
তুমিই রস, তুমি তৃষ্ণা তুমিই সে জীবন
তুমিই তিতা তুমি শত মান অভিমান
তুমিই মিঠা,তুমি ক্রন্দন তুমি আমার বিলাস
তুমিই মায়াবতি তুমি ভাগ্যবতী তুমি প্রথম সকাল
তুমিই চন্দ্রাবতী, তুমি লজ্জাবতী তুমি আমার অম্লান
তুমি ফুল পাখি,তুমি ভোরের গান তুমি প্রিয়া জান
বুকের স্পন্দন তুমি নিঃশ্বাস তুমিই আমার চাহনি
ভালবাসা ,
তুমি আমার স্বপ্ন প্রহর তুমি আমার সব শান্তি সুখ
স্বপ্নে ভরা জোসনা রাতি।
সর্বশেষ এডিট : ৩০ শে জানুয়ারি, ২০১৭ সন্ধ্যা ৭:৫৭