বন্ধু মানে,সিগারেট ফোঁকায় প্রথম হাতে খড়ি
বন্ধু মানে,আড্ডবাজি, ফুচকা ঝালমুড়ি।
বন্ধু মানে,এই হারামি কখন আসবি বল
বন্ধু মানে,মেয়ে দেখবো আমার সঙ্গে চল।
বন্ধু মানে,বিকেল বেলা বাউড়িয়া ফেরি ঘাট
বন্ধু মানে,বর্ষাকালে কাদায় মাখা মাঠ।
বন্ধু মানে,কাঁচের গেলাস,রঙিন জলের পেগ
বন্ধু মানে,চোখের জল আর মনের জমা মেঘ।
বন্ধু মানে,গালাগালি,গান্ডু কিংবা বি.সি.
বন্ধু মানে,লাইনে দাঁড়িয়ে হিসির ওপর হিসি।
বন্ধু মানে,সল্প টাকায় বিড়ি ফোঁকার ধুম
বন্ধু মানে,সেলফি তোলা,অল্প একটু জুম।
বন্ধু মানে,মেয়েটা ভাল,পটিয়ে দিবি ভাই
বন্ধু মানে,প্রথম প্রেমের ট্রিট টা দেওয়া চাই।
বন্ধু মানে,চোট পেলে গলা জড়িয়ে কান্না
বন্ধু মানেই নেশার পারদ,প্লিজ আজ আর না।
বন্ধু মানেই,কাউন্টার আর শেষ টানের লড়াই
বন্ধু মানেই,লাটাই হাতে চলনা ঘুড়ি ওড়াই।
বন্ধু মানে,আসছে পূজো,জাগব সারা রাত
বন্ধু মানেই,বোতল হাতে দশমীর দিন কাত।
বন্ধু মানে ক্লাস পালিয়ে খেলতে যাবি?
বন্ধু মানে অদ্ভুত এক ছোট্ট দাবী।
বন্ধু মানে আমার জন্য জায়গা রাখিস।
বন্ধু মানে খেলতে গেলে আমায় ডাকিস!
বন্ধু মানে তোর জামাটা পরতে দিবি?
বন্ধু মানে তোদের দলে খেলতে নিবি?
বন্ধু মানে 'ব্যাচ'পালিয়ে সিনেমা দেখা,
বন্ধু মানে ঝুট ঝামেলায় নয়তো একা।
বন্ধু মানে তোর সাথে আর কোনো কথা নেই,
বন্ধু মানে জানে রেগে আছি,তবু ডাকবেই।
বন্ধু মানে মেয়েটা ব্যাপক! দেখ না রে ভাই!
বন্ধু মানে প্রেমে পড়েছিস!ট্রিট দেওয়া চাই।
বন্ধু মানে ব্যাচের মেয়ের পিছনে যাওয়া
বন্ধু মানেএকই সঙ্গে এগিয়ে দেওয়া।
বন্ধু মানে কাউন্টারেই বিড়ি খাওয়া,
বন্ধু মানে অগোছালো আসা-যাওয়া।
বন্ধু মানে লাজ লজ্জার পর্দা ছিঁড়ে,
বন্ধু মানে ডাক নামেতে সবার ভীড়ে।
বন্ধু মানে একসাথে সব চড়ুইভাতি
বন্ধু মানেহাঁকদিয়ে ডাক "দাদুর নাতি"।
বন্ধু মানে জীবন-যাপন,দিল-ভাগীদার
বন্ধু মানে কেড়েই খাবো,সেই অধিকার।
বন্ধু মানে বিকেল- সাঁঝে সঙ্গ চাওয়া
বন্ধু মানে সব হারিয়েও তোকে পাওয়া।
বন্ধু সবাই ভালো থাকিস, থাকিস অনেক সুখে
আমায় তোরা ভুলে গেলেও রাখবো তোদের বুকে।
সর্বশেষ এডিট : ২১ শে অক্টোবর, ২০১৬ সকাল ১০:০২