প্রকৃত ভালবাসা যদি উপভোগ কিংবা প্রমান করতে হয়, তাহলে আমাদের চার পাশে বাস করে মধ্যবিত্ত পরিবার তাদের দিকে তাকালে
বুঝা যায় সত্যিকার ভালবাসা কাকে বলে? গল্প দিয়ে জীবন সাজানো কোন ব্যপার নয় কিন্তু গল্প সব সময় গল্পই থাকে তবে যদি
বাস্তব অভিজ্ঞতা থেকে গল্প লিখা হয় সেটাই প্রকৃত গল্প,কল্পনা সব সময় কল্পনা থাকে যেভাবে গল্প সারা জীবন গল্প হয়ে থাকে।
ছোট বেলা যখন ঘুম আসতো না আমাদের চোখে, তখন দাদী মা পাশে বসেই বলতেন চোখ বন্ধ করলে পরী দেখবে পুর্ণিমার রাতের পরী? কিন্তু আজ পর্যন্ত দেখিনি পরী নেমে গেছে সুতরাং এটা গল্প যা কল্পনায় সব সময় থাকে। মধ্যবিত্ত পরিবারের মেয়েরা খুব ধৈর্যময়ী হয় তাদের চাহিদা থাকে না। যদি কখনো তার বাবা বলে আমি তোমাকে শহরের বড় মার্কেট থেকে ড্রেস কিনে দেবো তখনি মেয়েটা বলে আমাকে যে টাকা দিয়ে এটা কিনে দেবে সেই টাকা দিয়ে সবার হয়ে যাবে। বরং আমাকে কম দামী কিনে দিও বাবা কি অদ্ভুত পবিত্র ভালবাসা কি নিখুঁত তাদের ভালবাসা। মধ্যবিত্ত পরিবারের ছেলেদের ও এই রকম ভালবাসা। যখন একটা মধ্যবিত্ত পরিবারের ছেলে একটা দামী কাপড় কিনে প্যান্ট কিংবা শার্ট তখম খুব যত্ন করে লন্ড্রিতে ওয়াস করে মায়ের কাছে দেবে।
তুলে রাখো আত্বীয় স্বজন কিংবা এলাকায় যদি কোন দাওয়াত কিংবা বিয়ে সাদি হয় এগুলো পরিধান করে যাবো। মধ্যবিত্ত পরিবারের ছেলেরা মাঝে মাঝে একা একা, বসে চিন্তা করে ইস এমন এক পরিবারে আসলাম, না পারি রিক্সা চালাতে না পারি গাড়ী দৌড়াতে।
বড় লোকের ছেলের সাথে বন্ধুত্ত্ব করেও ভুল করলাম, তাদের সাথে তাল মিলিয়ে চলতে পারি না।। মধ্যবিত্ত পরিবারের মানুষ গুলোর কোন
সময় অহংকার থাকেনা এরা ত্যাগী হয়ে থাকে এই হলো বাস্তবতা যদিও এগুলো শুনতে খারাপ লাগে, তবুও এটাই জীবনের নিয়ম এটাই।
সব কিছুর পর চিরন্তন সত্য হলো মধ্যবিত্ত পরিবারের মানুষ গুলোর মন সুন্দর এরা নিজের নেই,,এর পরেও চায় যা আছে সেখান থেকে অন্য
দুঃখীকে দিয়ে তাকে খুশী রাখতে আর এটাই হলো প্রকৃত ভালবাসার প্রমান।।
সর্বশেষ এডিট : ০৯ ই এপ্রিল, ২০১৬ রাত ১০:০১