আসলে সময়ের সাথে সাথে সব কিছু পরিবর্তন হয়ে যায়। সেই চেনা মুখগুলো কখন যে অচেনা হয়ে যায় তা বোঝা যায় না.
আবার অচেনা মানুষগুলো খুব কাছের হয়ে যায় কালের বিবর্তনে। তাই ভাবছি বাস্তব কত বড়ই না কঠিন। না চাওয়া জিনিসগুলো জীবনে চলে আসে আর চাওয়া জিনিসগুলো জীবন থেকে অচিরেই হারিয়ে যায়...
কিছু কষ্ট কিছু যন্ত্রনার সাথে যখন যুদ্ধে করে ক্লান্ত হয়ে গিয়ে একটু নিঃশ্বাস নিতে হয় তখন নিজেকে খুব একা মনে হয় মনের অজান্তে
মনের ভেতর কত প্রশ্ন জাগে কি প্রয়োজল ছিলো জীবনের জন্য এতো আয়োজন করার।
সব কিছুর সাথে যখন অভিমান করে একা থাকার অভ্যাস হয়ে যায়। তখন স্রষ্টা কিছু মানুষ পাঠিয়ে দেন পুনরায়।
যখন তাদের মাঝে কোলাহলময় পরিবেশ খুঁজে ফিরি তখন তাদেরকে ও সৃষ্টিকর্তা নিতে আসে অতপর তারা চলে যায় অজানার বেসে। চলে যাওয়া বড় কথা নয়, কিন্তু যাবার সময় পুরনো স্মৃতি গুলোর সাথে নুতন স্মৃতি জন্ম দিয়ে যায়, যা আমাদেরকে পুনরায় যন্ত্রনায় জ্বলতে হয়। অবশেষে ভাবতে হয় দুঃখ যার চির সাথী তার আবার দুঃখ কিসের। নিয়তি করছে খেলা লাভ কি দোষ দিয়ে পরিবেশের।
সর্বশেষ এডিট : ০৯ ই এপ্রিল, ২০১৬ রাত ৯:৪৬