ধাঁধা-৯৭
একলোক খিচুড়ি খেতে বসল, তখন একটি মাছি এসে খিচুড়ির উপর বসল। তখন লোকটা মাছিটিকে বলল, তুই যা ভাবছিস এটা তা না,
ঐদিকে যা। মাছিটি তখন খিচুড়ির উপর থেকে উঠে গেল।
বলুন তো লোকটা মাছিটিকে কোন দিকে যেতে বলল?
ধাঁধা-৯৮
এক চোরকে বিচারের জন্য আনা হল রাজার কাছে দয়া দেখিয়ে জানতে চাইলেন কিভাবে সে মরেতে চা্য়?
লোকটা রাজাকে তা জানাল এবং রাজা তাকে ছেড়ে দিলেন।
লোকটা রাজাকে কী জানাল?
ধাঁধা-৯৯
যত বেশী এটা নেয়া হয় তত বেশী পিছনে ফেলে আসা হয়???
ধাঁধা-১০০
একই মায়ের সন্তান মোরা। আমি যাকে ভাই বলি সে আমাকে ভাই বলেনা। তাহলে আমরা কি?
ধাঁধা-১০১
আট পা, ষোল হাটু,
বসে আছে নিমাই সাধু,
শুকনায় পাতিয়া জাল, মাছ খায় চিরকাল।
ধাঁধা-১০২
ইংরেজীতে এমন কোন শব্দ আছে যার অর্থ সঠিক নয়!!!
ধাঁধা-১০৩
হাত নাই পা নাই আট পা'য়ে চলে,
বাঘও না কুমিরও না,আস্তা মানুষ গিলে!!!
বলুনতো কি?
ধাঁধা-১০৪
দিলে খায় না, না দিলে খায়।
এটা কি জিনিস।
ধাঁধা-১০৫
রাতে আসে রাতে যায়, দিনেও হালকা দেথা যায়
চোরও না বাঘও না, মানুষ খায় গরুও খায়।
তাহলে এটা কি?
ধাঁধা-১০৬
লম্বা সাদা দেহ তার মাথায় টিকি রয়,
টিকিতে আগুন দিলে দেহ হবে ক্ষয়।
ধাঁধা-১০৭
মামারা রাধে মামারাই খায়
আমরা গেলে পরে ঘরে দোয়ার দেয়।
ধাঁধা-১০৮
হাটু হীন দুই শিং
থাকে জন্গলে,
দাড়িয়ে ঘুমায় সে
পড়ে না ঢলে।
আগের পর্ব