ধাঁধা-৮৫
একজনা ছিল বসে, তারে শোয়াই দিল এসে। করল ঠকঠক, করল গটগট। তুলে রাখল শেষে।
ধাঁধা-৮৬
মাঠের নিচে বাড়ি,
পরনে লাল শাড়ি,
বেড়ায় লোকের বাড়ি।
ধাঁধা-৮৭
নিজের মুখে পরকে খাওয়াই,
কখনো খাই না নিজে।
ধাঁধা-৮৮
উড়ে যাওয়া পাখি,
পুড়ে যাওয়া রুটি,
এবং বাবা-মা এর অবাধ্য সন্তান ।
এদের মধ্যে একটা মিল আছে বলুন তো কী?
ধাঁধা-৮৯
চাইর পঙ্খীর চাইর রঙ,
খাঞ্ছায় ঢুইকলে এক রঙ।
ধাঁধা-৯০
আমি কালো যখন আপনি আমাকে ক্রয় করেন। আমি লাল যখন আপনি আমাকে ব্যবহার করেন এবং আমায় দিয়ে যখন সব কাজ শেষ হয়ে যায় তখন আমি সাদা।
আমি কী?
ধাঁধা-৯১
কোন জিনিস ভাঙলে বেশি কাজে লাগে??
ধাঁধা-৯২
কান নাই মাথা নাই
পেট ভরে খায়
কাম নাই কাজ নাই
মাথা নিয়ে ঘুমায়।
ধাঁধা-৯৩
এটি জীবিত নয়, তবে এটির বৃদ্ধি হয়।
এটির কলিজা বা ফুসফুস নেই, কিন্তু এটির বাতাস দরকার।
এটির কোন মুখ নেই। কিন্তু পানি এর ঘাতক।
কী এটি?
ধাঁধা-৯৪
আমার এবং আপনার মধ্যে পার্থক্য কি?
ধাঁধা-৯৫
এক রাতে এক লোক ও তার স্ত্রী গাড়ীতে করে যাচ্ছে। হঠাৎ গাড়ী থেমে গেল।লোকটি উপলব্ধি করলেন যে, ইন্জিনের জন্য ঠান্ডা পানি লাগবে। তিনি গাড়ীতে তার স্ত্রী কে ভিতরে রেখে দরজা লক করে পানি আনতে গেল।তিনি ফিরে এসে দেখলেন তার স্ত্রী মৃত এবং সিট রক্তে ভেজা।তিনি আর ও দেখলেন স্ত্রীর পাশে একজন অপরিচিত ব্যক্তি ।
অপরিচিত ব্যক্তি টি কে?
এবং তার স্ত্রী কিভাবে মারা গেল?
ধাঁধা-৯৬
এমন একটি ইংরেজি শব্দ বলুন যার পরপর তিনটি অক্ষর দ্বিগুণ??
আগের পর্ব