ধাঁধা-৬১
একজন বাড়ি-ওয়ালা কখন ব্যাচেলার খোজে?
ধাঁধা-৬২
এতটুকুন ঘরখানি চুনকাম করা
কোন মিস্ত্রির সাধ্য নাই
ভাইঙ্গা আবার গড়া।
ধাঁধা-৬৩
এক ফকির একদিন ১০ টাকার লটারি কিনল। কিছুদিন পর তা থেকে ৫০ লাখ টাকা জিতল।
এক মাস পর ঐ ফকিরটি এবার একটি সোনার থালা নিয়ে ভিক্ষায় বের হল।
এই গল্পের শিক্ষানীয় দিকটি কি?
ধাঁধা-৬৪
মাটির হাড়ি কাঠের গাই (গাভী)
বাছুর বিনা দুধ দোহাই।
ধাঁধা-৬৫
আলুও না বেগুনও না
চিড়লে চোখ হয়
ধাঁধা-৬৬
প্রান নাই তবু প্রাণীর সংগেই চলে,
শব্দ নাই তবু প্রাণীর মতই বলে।
ধাঁধা-৬৭
কোন গ্রামে মানুষ নেই?
ধাঁধা-৬৮
এক হাত গাছটা ফল ধরে পাঁচটা।
বলুন তো কী?
ধাঁধা-৬৯
হাত আছে পা নাই মাথা তার কাটা,
আস্ত মানুষ গিলে খায় বুক তার কাটা।
রাক্ষস নয়
বলুন তো কী?
ধাঁধা-৭০
পাখা নাই উড়ে চলে মুখ নাই ডাকে
বুক ছিড়ে আলো ছুটে চিন কী তারে?
ধাঁধা-৭১
শুভ্র বসন দেহ তার, করে মানুষের অপকার
আস্তে আস্তে তারে পুড়িয়ে মারে,
তবু সে উঃ আঃ করে না।
বলুন তো কী?
ধাঁধা-৭২
অজগরের মত এঁকেবেঁকে চলে,
চুরমার করে, মারে পথে কিছু পেলে
১ম পর্ব
২য় পর্ব
৩য় পর্ব
৪র্থ পর্ব
৫ম পর্ব
সর্বশেষ এডিট : ১৬ ই জুন, ২০১২ রাত ১:২৯