বাচ্চু রাজাকারের মৃত্যুদণ্ড ঘোষণা করলেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। দেশে এই প্রথম যুদ্ধাপরাধের বিচারের রায় ঘোষণা করা হলো। সোমবার দুপুর পৌনে ১২টায় এই রায় ঘোষণা করা হয়।
সকাল পৌনে ১১টায় আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-২ এর রায় চেয়ারম্যান বিচারপতি ওবায়দুল হাসান রায় ঘোষণা শুরু করেন। রায় ঘোষণা শেষ হয় দুপুর পৌনে ১২টায়।
ট্রাইব্যুনাল তার রায়ে জানায়, বাচ্চু রাজাকারের বিরুদ্ধে মহান মুক্তিযুদ্ধ চলাকালে মোট আটটি মানবতাবিরোধী অপরাধের অভিযোগ আনা হয়। তার মধ্যে সাতটিতেই তিনি দোষী সাব্যস্ত হন। ২ নং অভিযোগেই তিনি নির্দোষ প্রমাণিত হন।
বাচ্চু রাজাকারের বিরুদ্ধে মুক্তিযুদ্ধকালে ১৪ জনকে হত্যা, তিন নারীকে ধর্ষণ, নয়জনকে অপহরণ, ১০ জনকে আটক রাখা, পাঁচ বাড়িতে অগ্নিসংযোগ এবং ১৫টি বাড়ির মালামাল লুণ্ঠনের অভিযোগ রয়েছে।
এর আগে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-২ এ শুরু হহয় একাত্তরে মানবতাবিরোধী অপরাধে অভিযুক্ত আবুল কালাম আজাদ ওরফে বাচ্চু রাজাকারের বিরুদ্ধে রায় ঘোষণা।
১১২ পৃষ্ঠায় রায় নিয়ে সকাল ১০ টা ৪৫ মিনিটে কোর্ট বসে। ট্রাইব্যুনাল-২ এর চেয়ারম্যান বিচারপতি ওবায়দুল হাসান শাহীন আদালত শুরুর আগেই সকলের সহযোগিতা কামনা করেন। তিনি বলেন, দেশে এই প্রথম যুদ্ধাপরাধের বিচারে রায় হতে যাচ্ছে। আমি এ কাজ সুষ্ঠুভাবে সম্পন্ন করতে সকলের সহযোগিতা কামনা করছি।
জনার্কীর্ণ আদালত কক্ষে তিনি রায় পড়তে শুরু করেন। সঙ্গে ছিলেন ট্রাইব্যুনাল-২ এর অপর দুই বিচারপতিও।
৩৩টি অনুচ্ছেদে বিভক্ত রায়টি সংক্ষেপ করে পাঠ করা হচ্ছে। ট্রাইব্যুনাল-২ এ স্থান সংকুলান না হওয়ায় আজকের আদালত বসে ট্রাইব্যুনাল-১ এ।