যুদ্ধাপরাধীদের বাঁচাতে আজ পবিত্র কাবা শরিফ ও কাবার খতিব কে নিয়েও দৈনিক আমারদেশ নির্লজ্জ মিথ্যাচার করেছে। দৈনিক আমারদেশ ও সংগ্রাম পত্রিকার মধ্যে কোন পার্থক্য খুঁজে পাওয়া যায় না। বরং আমারদেশ ছাগুগিরিতে আরো এক ধাপ এগিয়ে। আমারদেশ পত্রিকায় আজ একটা সংবাদ ছাপা হয়েছে। ৭ম পাতার নিউজটির শিরোনাম "আলেমদের নির্যাতনের প্রতিবাদে কাবার ইমামদের মানববন্ধন"। নিউজে বলা হয়েছে -
"বিশ্বজুড়ে বিতর্কিত ট্রাইব্যুনালের নামে বাংলাদেশের আলেমদের ওপর যে নির্যাতন চলছে তার প্রতিবাদে গতকাল বাদ জুমা কাবার খতিব বিখ্যাত ক্বারী শাইখ আবদুর রহমান আল সুদাইসির নেতৃত্বে মানববন্ধন করেছে ইমাম পরিষদ। মানববন্ধনে শাইখ সুদাইসি বলেন, আমি ব্যক্তিগতভাবে আল্লামা দেলাওয়ার হোসাইন সাঈদীর সঙ্গে পরিচিত। সারা দুনিয়ার যত সম্মানিত মানুষ কাবা শরীফের ভেতরে প্রবেশের সৌভাগ্য লাভ করেছেন তিনি তার মধ্য অন্যতম। তাছাড়া মাওলানা নিজামীসহ যেসব আলেমকে কারাগারে নিয়ে দীর্ঘদিন যাবত নির্যাতন করা হচ্ছে, আমরা তার তীব্র নিন্দা জানাই। বাংলাদেশের মানুষ জানে, এই আলেমদের দোষ একটাই, তা হলো কোরআনের খেদমত করা। আর যারা ইসলাম ও কোরআনের খেদমত করে তাদের ওপর জুলুম-নির্যাতন নতুন কিছু নয়। মানবতাবিরোধী অপরাধের ধোয়া তুলে আলেমদের প্রতিহত করা কোনো সচেতন মানুষ মেনে নেবে না। যে আদালতে স্বচ্ছতা নেই সেখানে কোনো আলেম তো দূরে থাক সাধারণ মানুষেরও বিচার হতে পারে না। তিনি আরও বলেন, আল্লামা সাঈদী শুধু বাংলাদেশের মানুষের প্রিয় ব্যক্তিত্ব নন, তিনি সারা দুনিয়ার মানুষের প্রিয় মানুষ। যার নমুনা আমি লন্ডনের জাতীয় মসজিদে আয়োজিত অনুষ্ঠানে দেখেছি। অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে কুবা মসজিদের খতিব শাইখ আহমদ ইবনে আলী আল হুজায়ফিসহ বিভিন্ন মসজিদের খতিব ও সাধারণ মুসল্লিরা উপস্থিত ছিলেন। তারা বাংলাদেশের আলেমদের ওপর সরকারের নির্যাতনে ক্ষুব্ধ হয়ে নানা ধরনের বাণী নিয়ে প্রতিবাদ করেন।"
আমারদেশের নিউজ লিংক। Click This Link
আসুন এবার আমরা আসল সত্য জানার চেষ্টা করি। এই সংবাদের সত্যতা যাচাইয়ের জন্য গুগলের সাহায্য নিলাম। গুগলে সার্চ দিয়ে ঐ নিউজের ছবি সংশ্লিষ্ট অনেকগুলো সংবাদ পেলাম। সবগুলোই আরবি সাইট। কিন্তু অবাক হয়ে লক্ষ্য করলাম একটা সাইটের নিউজের সাথেও আমারদেশ পত্রিকার সংবাদের কোন মিল নেই। বিশ্বাস না হলে আপনারাই ঘুরে আসুন ওয়েব সাইট গুলোতে। Prince of Dubai Sheikh Hamdan bin Mohammed bin Rashid al Maktoum এর সাইটে আমারদেশে প্রকাশিত ছবিটি পাওয়া গেল। তার সাইটের এই লিংকে গেলে ছবিটি পাওয়া গেল।
Click This Link
[উল্লেখ্য ছবিটি 18-10-2012 তারিখ 03:17 PM এ আপলোড করা।]
ছবির নিচে আরবিতে কিছু লেখা আছে। অনুবাদ করলে যার অর্থ দাড়ায় "Peace Dr. Sheikh Abdulrahman bin Abdulaziz Al Sudais President General Affairs of the Grand Mosque and the Prophet's Mosque last night .. Covering of the Kaaba to Sheikh Abdul Kader Shaibi great servants of the House of God according to habit annual place in the first day of the month of Dhu al-Hijjah of each year, which recognizes cladding new foreign Kaaba for large custodians House of God to be installed on the Kaaba on the ninth day of the month of Dhul Hijjah instead of the current cladding.And Dr. Mohammed Pajudh reviewed general manager factory covering of the Kaaba in a speech at the ceremony .. Stages of the industry covering of the Kaaba, which includes sections laundry and laboratory manual and automatic fabric, printing and belt and finally sewing clothing." এখানে কোথাও কি বাংলাদেশে যুদ্ধাপরাধীদের বিচারের কথা লেখা আছে?
আরো একটা সাইটেও এই ছবি পেলাম। Click This Link
ছবির উপরে ও নিচে আরবিতে ক্যাপশানে যা লিখা আছে তার ইংরেজি অনুবাদ করলে যা পাওয়া যায় তা হলো -On this day each year honorCrown hurry Custodian of the Two Holy MosquesWashing of the Kaaba as usual following the year belovedAfter the first dawn of the argument begins Kaaba from the factory to beDelivered to the servants of the house of Kaaba (built Shaybah)As recommended by the Prophet peace be upon him.
Since God created the earth and them have not been a house of worshipIncluding enjoyed the Kaaba of prestige and sanctification and honor,Every moment, the span of time only and see Taivin around glorifying the praise of GodAnd tend to the hearts of Muslims in every prayer from every corner of the earth.This house is unique in that pure spot him from standing and reveredIn the hearts of people over time, what has not been done by any another house, so thatPagans in times of delusion and put their idols around him seek to draw closer to GodAlmighty.
উপরেও কি কোথাও বাংলাদেশে যুদ্ধাপরাধীদের বিচারের কোন কথা বলা হয়েছে। সবচেয়ে বড় কথা আমারদেশের সংবাদে বলা হয়েছে -"বিশ্বজুড়ে বিতর্কিত ট্রাইব্যুনালের নামে বাংলাদেশের আলেমদের ওপর যে নির্যাতন চলছে তার প্রতিবাদে গতকাল বাদ জুমা কাবার খতিব বিখ্যাত ক্বারী শাইখ আবদুর রহমান আল সুদাইসির নেতৃত্বে মানববন্ধন করেছে ইমাম পরিষদ।"
কিন্তু Prince of Dubai Sheikh Hamdan bin Mohammed bin Rashid al Maktoum এর সাইটে প্রকাশিত ছবিটি 18-10-2012 তারিখ 03:17 PM এ আপলোড করা। যা প্রমান করে আমারদেশের সংবাদটি সম্পুর্ন মিথ্যা। জামায়েত-শিবির ইসলামকে যে পন্য হিসাবে ব্যবহার করে এটি তার আরো একটি প্রমান। তারা পবিত্র কাবা শরিফ ও কাবার খতিবকে নিয়ে মিথ্যাচার করতেও পিছপা হয়না।