হ্যাঁললো,, বন্ধুগণ কেমন আছেন সবাই?
সব ঠিক তো?
কোন সমস্যা নেই তো?
হুমম..... আমি জানতাম আপনারা সবাই ভাল আছেন।


আলহামদুলিল্লাহ... আল্লাহ পাকের অশেষ মেহেরবাণীতে অবশেষে আমি ব্লগে আসতে পারলাম, আল্লাহ পাক আমাকে ব্লগে আসার স্বক্ষমতা দান করিলেন। এজন্য আল্লাহ পাকের দরবারে লাখো কোটি শুকরিয়া। জাঝাখায়েরাল্লাহ

আসলে হয়েছে কি... গত কিছুদিন দুনিয়াবী কাজে ব্যস্ত থাকার দরুণ ব্লগে আসতে পারিনি। এ কয়দিন ব্লগের সকলকে অনেক বেশি মিস করছি।
অবশেষে আমি চলে আসলাম, কিন্তু এ কি!! এসে দেখি সব শেষ


সবাই কেমন যেন পর পর হয়ে গেছে

এই ভিডিওর মধ্যেই তার প্রমাণ রহিয়াছে।

আচ্ছা... কেউ কি আমাকে বলতে পারেন? মানুষ কেন এত অল্পতেই সবকিছু ভুলে যায়? কেনই বা হুট করে ইউ টার্ন নেয়?
আর আমি নিজেইতো ইউ টার্ন নিয়েছি একসময় আমি নিজে পাক্কা বান্দর ছিলাম এখন অবশ্য মানুষ হয়ে গেছি।

আসলে এই দুনিয়াটা মস্ত বড়

নেট ঘেঁটে দেখলাম আসলেই এই পৃথিবী ইউ টার্নে ভরপুর।
ইউ টার্ন
আর তাই পৃথিবী এত বেশী সুন্দর, যত বেশী ইউ টার্ন তত বেশি সুন্দর এই পৃথিবী।

তাইতো আপনাদের জন্য নিয়ে এসেছি সুন্দর কিছু ছবি।
১:
২:
৩:
৪:
৫:
৬: সরিষা ফুল আমার কাছে চরম লাগে চরম, একদম হারিয়ে যেতে ইচ্ছে করে।

৭: এই ছবিটি দেখার পরেও কি বলবেন আপনার মন খারাপ? এ যে এক স্বপ্নের রাজ্য।
৮: এবার আপনার মন ভাল না হয়ে পারেই না।

দেখলেন তো কিভাবে আমি আপনার মন ভাল করে দিলাম?


---------------------------------------------
----------------------------------
------------------------
----------------
---------
-----


চলুন আপনাকে থাইল্যান্ডের সমুদ্র সৈকত থেকে ঘুরিয়ে নিয়ে আসি।

For best viewing, plz watch in HD 720 on FULL screen.
নিঃশ্চই এবার আপনার মন থেকে মেঘ দূর হয়ে গেছে

যদি তবুও না হয় তাহলে চলুন এবার আপনাকে ( JAS-39 Gripen ) জেট ফাইটারে করে আকাশের রাজ্যে নিয়ে যাই। আকাশের রাজ্যে যাবার আগে ছোট্ট একটা ট্রেনিং করে নিতে হবে। আর হ্যাঁ ভয় পাবেন না আমি সাথে আছি

চলুন শুরু করা যাক আমাদের মহাকাশ ফ্লাই।

For best viewing, plz watch in HD 720 on FULL screen.
আলহামদুলিল্লাহ আল্লাহ পাকের অশেষ রহমতে আমরা ঠিক ঠাক মত মাটিতে নামতে পারলাম।

চলুন সেই আনন্দে আমরা একটা গান শুনি,"শুকনো পাতায় নূপুর পায়ে" আমি জানি গানটা আপনার ভাল লাগবেই লাগবে।

ওহে ভাইজান......... আপনার মন কি পাত্থরের তৈরী নাকি? এখনও আপনার মন ভাল হয় নাই?


যারা 'মহা সমন্বয়ের' পোষ্টে আসল অথচ তাদের মন ভাল হইল না তারা তো সফলতা অর্জন করতে পারল না। তাদের জন্য রইল এত্তগুলো মন খারাপ।

না দুঃশ্চিন্তার কিছু নেই নিঃশ্চই আপনার মন ভাল হইবে কারণ আপনি রয়েছেন "মহা সমন্বয়ের" এক মহা পোষ্টে সুতরাং আপনার কোন ভয় নেই আর আপনি দুঃখিতও হবেন না। "মহা সমন্বয়ের" পোষ্ট বলে কথা। আপনার মন ভাল হবেই হবে।

প্রজাপতি,লাজুক লতা, হাবিবের এই গানটির মধ্যেই রয়েছে আপনার মন ভাল করার মহা ঔষধ। গানটি শুনুন আর মহুর্তেই মন ভাল করে ফেলুন।
আশ্চর্য্য তো


তাহলে জেনে রাখুন, বাপ্পা মুজুমদারের এই ব্র্যন্ড নিউ গানটি শুধুই আপনার জন্য যা অন্য কারও জন্য নয়।
নিঃশ্চই এবার আপনার মন ভাল হয়ে গেছে.. হে.. হে ....

এর পরেও যদি বলেন আপনার মন ভাল হয় নাই তাহলে মাইর খাবেন কইয়া দিলাম

সর্বশেষ এডিট : ২৮ শে মে, ২০১৬ রাত ৯:৫০