বিশিষ্ট ইসলামিক চিন্তাবিদ 'মুফাচ্ছিল ইসলাম' শেষ পর্যন্ত মহা সত্য উপলব্ধি করতে পেরেছেন। তিনি ইসলাম ধর্ম ত্যাগ করে নিজেকে একজন সত্য অনেষণকারী মুক্তমনা দাবী করলেন।
সত্য এভাবেই উদ্ভাসিত হয় আর ধ্বংস হয় মিথ্যা। কোন মানুষের মধ্যে নূন্যতম জ্ঞান থাকলে সে কোন ধর্মে বিশ্বাসী হতে পারে না এটাই হচ্ছে মহা সত্য আর এ ব্যাপারে কোনই সন্দেহ নাই।
যে 'মুফাচ্ছিল ইসলাম' এক সময় ছিলেন ইসলামের একনিষ্ঠ বান্দা জামাতে ইসলামের অন্ধ সমর্থক, নাস্তিকদের যম, মুমিন বান্দাদের গর্ব। আসিফ মহিউদ্দন সহ সকল নাস্তিকদের বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তুলেছিলেন তার দলবল নিয়ে। সেই 'মুফাচ্ছিল ইসলাম' আজ নিজেকে মুক্তমনা দাবী করলেন এটা প্রথমে আমার কাছে বিশ্বাসই হচ্ছিল না ভাবছিলাম হয়ত কেউ গুজব ছড়াচ্ছে। কিন্তু তার এই ভিডিওটা দেখার পর নিঃশ্চিত হলাম যে 'মুফাচ্ছিল ইসলাম' প্রকৃতই সত্যকে উপলব্ধি করতে পেরেছেন।
মুক্ত জ্ঞানের মহা সাগরে 'মুফাচ্ছিল ইসলাম' কে স্বাগতম। যেখানে নেই কোন ভয়,নেই কোন লোভ, নেই কোন অন্যায়, নেই কোন অন্ধকার। যা আছে তার পুরোটাই বাস্তবতা এবং সত্য
জয় হোক মুক্তমনের, ছিন্ন হোক যত অন্ধকারের বাঁধন, উদ্ভাসিত হোক সত্য জ্ঞানের আলো। জয় মুক্তমনা জয়।
ফেসবুক আইডি
মাত্র ১৫ মিনিটের ভিডিওতে অনেক কিছুই উনি তুলে ধরেছেন।
বিশেষ সতর্কতা: যারা উনাকে অনেকদিন ধরেই চিনেন তাদের অনেকেই বালাবলি করতেছেন যে, এটা নাকি মুফাচ্ছিল ইসলাম এর একটা চাল মাত্র। সে নাস্তিকতার ভং ধরে মুক্তমনাদের ধরার ফাঁদ পেতেছে। কিছুদিন পরে সে আবার ডিগবাজী দিবে। যদিও আমার এ কথা বিশ্বাস হচ্ছে না। একজন মানুষ তার ধর্মের বিরুদ্ধে এভাবে কথা বলতে পারে না যতক্ষণ পর্যন্ত তার মধ্যে নূন্যতম ঈমান থাকবে। যখন সে প্রকৃতই সত্যকে উপলব্ধি করতে পারবে যে প্রতিটি ধর্মই মানুষ্য রচিত এবং তা স্রষ্টার পক্ষ থেকে অবতীর্ণ নয় এবং মন থেকে অহেতুক ভয় দূর করতে পারবে তখনই কেবল একজন মানুষ তার ধর্মের বিরুদ্ধে এভাবে কথা বলতে পারে তার আগে নয়।
যাই হোক সকল মুক্তমনাদের সবসময় সতর্ক থাকার আহ্ববান করছি মতের যতই মিল থাকুক না কেন কারো সাথে ব্যাক্তিগত তথ্য শেয়ার না করাই উত্তম হইবে।
ধন্যবাদ, সবাইকে।
সর্বশেষ এডিট : ১৬ ই এপ্রিল, ২০১৬ রাত ৩:০৭