বাংলাদেশের সেরা অস্ত্র মুস্তাফিজকে ছাড়া আজকের অলিখিত সেমিফাইনাল বাংলাদেশের জন্য এক অগ্নিপরীক্ষা।
স্বাধীনতার মাসে পাকিস্তানকে হারিয়ে ফাইনালে উঠতে পারলে দারুণ 'সমন্বয়' হত আর ফাইনালে ভারতকে কুপকাত করতে পারলে তা হবে এক "মহা সমন্বয়"।
যদিও বাংলাদেশ আজ সেরা একাদশ পাচ্ছে না তবুও আশা করতে দোষ কি।
মুস্তাফিজুর রহমানের পর নাকি হালকা চোটে পড়েছেন মাহমুদউল্লাহও ।
২০১২ সালের সেই ২ রানের দুঃখ কি আজ পারবে বাংলাদেশ ভুলিয়ে দিতে ? আজ সেই দিনের কথা খুব মনে পড়ছে সাকিবের সাথে সাথে যে সেদিন কেঁদেছিল পুরো দেশবাসী ।
দুঃসহ সেই সৃতি আজ বার বার ফিরে আসছে বাংলার ক্রিকেট প্রেমীদের মাঝে।
সেদিন কান্নার ঢল নেমেছিল মিরপুরে।
কান্নার ঢল
ভিডিওটি দেখুন:
আছে কোন বাপের ব্যাটা যে নিচের এই ভিডিওটি দেখবে আর তার চোখ বেয়ে অশ্রু ঝড়বে না?????
সময় এসেছে যে আজ প্রতিশোধ নেওয়ার।
আমাদের পা বাস্তবের মাটিতেই আছে খেলায় জয় পরাজয় যা-ই হোক আমরা বাংলাদেশের সাথেই আছি।
গর্জে উঠো বাংলাদেশ আরেকবার। খর্ব শক্তির দল নিয়েও আজ আহত সিংহের মত ঝাঁপিয়ে পর প্রতিপক্ষের উপর।
সর্বশেষ এডিট : ২৩ শে মার্চ, ২০১৬ দুপুর ১:৫৭