একটা প্রেমের দুইটি গল্প,
লিখে ফেলেছি,বাকি আছে সামান্য।
ইচ্ছের বিরুদ্ধে প্রেম করেছিলে,মন দিয়েছিলে কাকে?
জানি খুঁজবে সেদিন,পাবেনা হয়ত অবহেলা করেছিলে যাকে।।
সারা সারা রাত জেগে তোমাকে লেখা চিঠি ডাক পিয়ন এর হাত অব্দিও পৌছাতে পারলাম না,
কবিতা গুলোর রঙ ফিকে হয়ে গেছে,
তুমি হয়েছ রঙিন নব প্রেম আর রুপের রঙ তুলিতে,
তুমি বলেছিলে,
প্রিয় একটি কবিতা লিখ,
তাতে যেন আমার রুপ হয় উপমা,
আমার শরীর হয় অলংকার,
আর চোখ দুটো তোমার ছন্দে মিলিয়ে নিও।
আজ সেই কবিতা লেখার দিন এসে গেছে,
আজ আমার কবিত্ব আমাকে আমাকে ধরা দিয়েছে,
তোমার রুপ,যৌবন তাইতো ডায়েরিতে একে গেছে।
প্রিয়ে,
প্রেমের গল্প যে একবারই লেখা যায়,
তাতে যদি আমার কবিত্ব দেউলিয়া হয়ে যায় তবে হোক না,
তবু বলব আপাতদৃষ্টি তে আমিই প্রেমিক,আমিই কবি।।
সর্বশেষ এডিট : ২৩ শে জুন, ২০১৬ সন্ধ্যা ৭:০৪