অন্তত ওদের জন্য হলেও তোমরা আমাকে
মুক্ত কর।
বরং ছিন্ন কর হে পাহারাদার,
উন্মাদ আমাকে উন্মুক্ত কর।
ইট পাথরের রংচঙে শহরে গিয়ে দেখে
আসতে চাই পথ শিশুরা কেমন আছে।
তোমরা আমাকে একটিবার মুক্ত কর আমি
দেখে আসতে চাই ডাস্টবিনের পাশে
বসা বৃদ্ধা বুড়িটি এখনো উন্মাদ হয়ে
এটোটা কাটাটা খুজছে কিনা।
পাহারাদার আমাকে ছাড়বে না??
আমি না গেলে যে রাস্তার পাশে শুয়ে
থাকা নিয়ন আলোয় একটু জায়গা করে
নেওয়া বৃদ্ধটির অন্ন জুটবেনা।
পাহারাদার,তুমি খেয়েছ তো??
আজ কত তারিখ গো পাহারাদার?
কবে ছাড়া পাব আমি??
সর্বশেষ এডিট : ১৪ ই জুন, ২০১৬ দুপুর ২:১৩