নীল পদ্মরা সুখে থাকুক
-আদি শুভ
-----------
তবু নীল পদ্মরা সুখে থাকুক,
বরং দুধে ভাতে থাকুক।
প্রেমের দায়ে সিক্ত অভিমান
নিয়ে অমানিশারা কেটে যাক।।
গাছে গাছে পানকৌড়ি ডাকে,
জোনাকিরা আলো জ্বেলে রয়,
মধুমতি নদীর তীরে কারা যেন
আসে যায়।
তবু নীল পদ্ম দের দেখা নাই।।
বরং নীল পদ্মরা থাকুক
আভিজাত্য নিয়ে!
অমানিশার বুকেও রাত্রি নামে,
জোনাক জ্বলে,
ভেজা চোখের পাতায় হাওয়া
দোলে।
নীলিমারা খেলে যায়
জোছনাকে নিয়ে,
বৃষ্টি ধারার মত খুনশুটি দিয়ে।।
বরং নীল পদ্মরা মেতে থাকুক
জীবণের সুখ আল্হাদ নিয়ে!!
কুড়ে ঘরে অন্ধকারে অমানিশারা
শুয়ে থাকে,
দুচোখ জোড়া স্বপ্ন গুলো মাঝে
মাঝে উকি মারে,
অমানিশারা স্বপ্ন দেখতে
জানে।
তবু নীল পদ্মরা অধিষ্ঠিত হোক
মহানের আসনে।।
তবু অমানিশারা নীল পদ্মকে
ভালবাসতে জানে।
বরং নীল পদ্মরা দুরেই থাকুক
অমানিশাদের ছেড়ে।।
সর্বশেষ এডিট : ১৮ ই মে, ২০১৬ বিকাল ৩:০০