পত্র লিখি
-আদি শুভ
..............................
সকাল গেল,সন্ধ্যা গেল রাত্রি গেল
তবু না হয় একটি বার এলে আমাকে
কাদাতে।।
কথা দিলাম আমার চোখের জল তোমার
অমর্যাদা করবেনা।।
জানি প্রশ্ন করবে কেন আসব??
আমি বলব ভালবাসব,
হেসেই তুমি পত্র দিবে ছিড়ে,
আমার মত নিশাচর কি ভালবাসতে
পারে?।।
তবু পত্র লিখছি,
হাহাকার বুকে আগুন জালিয়ে আজও
লিখছি,
চোখের জলের দিব্যি রইল পত্র দিওনা
ছিড়ে।।
ভেজা চোখে আজও স্বপ্ন বুনি,
স্বপ্ন দেখি,
পত্র লিখি,
অশ্রু মাখা কলমে।।
সন্ধ্যা বেলায় যেওনা তুমি মায়াবি
ঝিলের তীরে,
নিশাচর আমি সেখানেও রব পূব আকাশের
নীলে।।
ঝিলের জলে আমার ছায়া উঠবে যখন
ভেসে,
চলে যেও তুমি সেখান থেকে একটু খানি
হেসে,
তবু পত্র লিখছি।
নিশাচর আমি তোমায় ভালবেসে।।
সর্বশেষ এডিট : ১৩ ই মে, ২০১৬ দুপুর ২:০০