সমাজের আর্থ-সামাজিক পরিস্থিতী ও
রাজনৈতিক ব্যাবস্থা যখন সমাজে
নেতিবাচক প্রভাব ফেলে, তখন জনগণ
রাজনীতির ওপরে একটা বিরুপ ধারণা
করে বসে।রাজনীতি বলতে তখন সাধারণ
জনগণ শুধু নেতিবাচক দিকটিই পরিলক্ষণ
করে।তখন কমিউনিস্টরা তাদেরকে
যতই মার্কসবাদ আর লেলিনবাদ
বোঝায়,তারা কেবল সেটিকে কর্ণপাত
করে বরং ভেতরের মৌলিক তত্বটা
উপলব্ধি করতে পারেনা।কারণ তাদের
ভেতরে সেই নষ্ট রাজনীতির নেতিবাচক
দিকটি সকল উপলব্ধিকে ধ্বংশ করে
দিয়েছে।সমাজ কেবলই পরিবর্তিত তাই
সমাজের সাথে তাল মিলিয়ে চলাটাও
একটা সময়পোযোগী কাজ।আর বাম
রাজনীতির ধারাকে অব্যাহত রাখতে
পরিবর্তিত সমাজের সাথে রাজনৈতিক
তত্ব ও পরিবেশটাকেও পরিবর্তন করা
দরকার।জনগণ যেভাবে বুঝে তাদেরকে
সেভাবেই বোঝানো দরকার।বর্তমান
সমাজের প্রেক্ষাপটে সমাজতান্ত্রিক
রাজনীতির আমুল পরিবর্তন দরকার।বাম
রাজনীতি তে এমন একটি তত্ব দরকার যা
যুবসমাজকে প্রভাবিত করবে।আর বিপ্লব
মুখের কথা না যে বললাম আর হয়ে গেল।
সেটিকে বাস্তবায়ন করতে হলেও
রাজনৈতিক একটা বলয় দরকার।
সর্বশেষ এডিট : ১২ ই মে, ২০১৬ দুপুর ১:০৩